ফের ওমিক্রন আতঙ্ক রাজ্যে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি বৃদ্ধের শরীরে মিলল খোঁজ। কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের। পূরণ হয়েছে দাবি। রাজপথ ছেড়ে বাড়িমুখো কৃষকেরা।পোখরানে সফল ডিআরডিও-র পিনাকা রকেটের পরীক্ষা। বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে বিদ্রুপ। ইসলাম ছেড়ে হিন্দুত্বের পথে পরিচালক। প্রবাদপ্রতিম কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল। অসম থেকে উদ্ধার মারাদোনার সই করা অমূল্য ঘড়়ি।
হেডলাইন:
আরও শুনুন: 10 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কলকাতায় ওমিক্রন আতঙ্ক, করোনা পজিটিভ ব্রিটেন ফেরত তরুণী
আরও শুনুন: 9 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বিপিন রাওয়াতের মৃত্যুর তদন্তে তিন বাহিনীর কমিটি
বিস্তারিত খবর:
1. রাজ্যে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন আতঙ্ক। ওমিক্রন সন্দেহে বনগাঁর পেট্রাপোল সীমান্ত পেরিয়ে আসা এক বাংলাদেশি নাগরিককে ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, তিনি কোভিড পজিটিভ। রিপোর্ট মিলতেই তাঁকে পেট্রাপোল থেকেই পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডিতে। আপাতত সেখানে আইসোলেশনে থাকবে ৭৬ বছরের ওই ব্যক্তি। তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে কল্যাণীতে। এখনও পর্যন্ত এ নিয়ে বিদেশ থেকে আগত ২ জন ওমিক্রন আক্রান্ত বলে সন্দেহ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন ৭৬ বছরের এক বৃদ্ধ। গত ৯ ডিসেম্বর তিনি ঘোজাডাঙা সীমান্ত পার হওয়ার সময় তাঁর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। ১০ ডিসেম্বর রাতে রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বাস্থ্যদপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, তিনি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশ থেকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনায় আক্রান্ত হলেও ওই বৃদ্ধের মৃদু উপসর্গ রয়েছে। তবে শরীরে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হয়। আপাতত ৭ দিন তাঁকে কাটাতে হবে বেলেঘাটা আইডি হাসপাতালেই। সীমান্তে করোনা পরীক্ষা করে জানা যায়, তিনি কোভিড পজিটিভ।
এ পর্যন্ত রাজ্যে বিদেশ ফেরত মোট ২ জনের শরীরে করোনার জীবাণু মেলায় নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে আতঙ্ক খানিকটা বাড়ল।
2. নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল শাসকদল তৃণমূল। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নতি থেকে শুরু করে মহিলা নিরাপত্তায় নজর – এসব দিকেই জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য – কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়। নারীদের দৈনন্দিন সুবিধার কথা মাথায় রেখে এই ঘোষণা করা হল।
শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু ও ইংরাজি ভাষায় প্রকাশ করা হয়েছে ইস্তেহারটি। কলকাতা শহরের জল জমার সমস্যাকে মাথায় রেখে নাগরিকদের সুবিধায় তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। ফের পুরসভায় তৃণমূল ক্ষমতায় এলে আরও ২০০ টি পাম্প বসানো হবে শহরে।
পাড়ায় পাড়ায় তৈরি হবে ‘নিষ্পত্তি সেল’। কোথাও সমস্যা হলে দ্রুত সুরাহা করার চেষ্টা হবে। জোর দেওয়া হয়েছে পরিশ্রুত পানীয় জল সরবরাহে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩০ টি স্বাস্থ্য সেন্টার তৈরির ভাবনা। জন্ম-মৃত্যুর শংসাপত্র যাতে সম্পূর্ণ অনলাইনে পাওয়া যায়, তার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে ইস্তাহারে। জোর দেওয়া হয়েছে কলকাতার পার্ক, বাজারহাট পরিচ্ছন্নতার ব্যাপারেও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।