উন্নাওয়ে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ‘জাতীয় মানবাধিকার কমিশন কি ঘুমোচ্ছে?’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ তৃণমূলের। পিছিয়ে গেল ‘দিদিকে বলো-২’ প্রকল্পের সূচনা। ৫ তারিখে নতুন তৃণমূল ভবনে যাচ্ছেন মমতা। জোড়া কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলনেত্রী। সামান্য স্বস্তি মিলল দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে। এখনই আশঙ্কা নেই করোনার চতুর্থ ঢেউয়ের। আশ্বাস আইসিএমআর-এর।
হেডলাইন:
আরও শুনুন: 30 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর মোদির, সাধুবাদ মমতার
আরও শুনুন: 29 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- উত্তর-পূর্ব থেকে প্রত্যাহার হতে পারে আফস্পা আইন, আশ্বাস মোদির
বিস্তারিত খবর:
1. কাজে যোগ দেওয়ার এক নার্সকে প্রথম দিনেই ধর্ষণ করে খুনের অভিযোগ উন্নাওয়ে। তা নিয়ে তীব্র চাপানউতোর রাজনৈতিক মহলে। ঘটনার নিন্দায় সরব তৃণমূল।
গত ২৫ এপ্রিল উদ্বোধন হয় উত্তরপ্রদেশের উন্নাওয়ের ওই বেসরকারি হাসপাতালটির। গত ২৯ এপ্রিল সেখানেই কাজে যোগ দেন বছর আঠারোর ওই যুবতী। পরিবারের দাবি, রাত ১০টা নাগাদ যুবতীর কাছে নার্সিংহোম মালিকের একটি ফোন আসে। নাইট শিফট করার অনুরোধ জানান তিনি। সেই অনুযায়ী নার্সিংহোমে যান যুবতী। এরপর শনিবার সকালে হাসপাতালে আসা রোগী পরিবার ঝুলন্ত অবস্থায় নার্সের দেহ দেখতে পান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবতীর পরিবারের তরফে ধর্ষণ করে খুনের মামলা রুজু করা হয়েছে। যদিও পুলিশ এখনই যুবতীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে নারাজ। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে তৃণমূলের তরফে টুইটে উল্লেখ করা হয়েছে, “যোগী আদিত্যনাথ দেখুন মহিলার উপরে হওয়া ঘৃণ্য অপরাধ নিয়ে কোনও তদন্তই হল না। জাতীয় মানবাধিকার কমিশন কি ঘুমোচ্ছে?” যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি।
2. পিছিয়ে গেল ‘দিদিকে বলো-২’ কর্মসূচির উদ্বোধন। ৩ মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ৫ তারিখে নতুন তৃণমূল ভবনে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওইদিনই জোড়া কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, দিদিকে বলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনার পাশাপাশি সেদিন তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকও হওয়ার কথা।
২০১৯-এ একেবারে তৃণমূল স্তরে জনসংযোগের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দরুন সাফল্যও পেয়েছিল দল। এবারও সেই কর্মসূচি ফিরিয়ে আনছেন তৃণমূল সুপ্রিমো। ৫ তারিখে সেই কর্মসূচিরই উদ্বোধন করবেন তিনি। আর সেদিনই অস্থায়ী কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক সারবেন মমতা। ডেকে পাঠানো হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের। সুতরাং এই দিনটির দিকে নজর থাকছে রাজনৈতিক মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।