BSF-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নাগাল্যান্ড প্রসঙ্গ টেনে সতর্কবার্তা পুলিশকে। রাজ্যে বকেয়া পুরভোট দু-তিন মাসের মধ্যেই। স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের গতি আনতে নির্দেশ টাস্ক ফোর্স তৈরির। সাসপেন্ড সাংসদদের পাশে বসে ধরনায় অভিষেক। দিল্লির বৈঠকে গরহাজির মিমি-নুসরতকে শোকজ করল তৃণমূল। ওমিক্রনের জেরে ভয়াবহ রূপ নিতে পারে করোনার তৃতীয় ঢেউ। কেন্দ্রকে সতর্ক করল আইএমএ।
হেডলাইন:
আরও শুনুন: 5 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- নাগাল্যান্ডে নাগরিকদের উপর গুলি, ন্যায়বিচার চাইলেন মমতা
বিস্তারিত খবর:
1. বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এবার জওয়ানদের গতিবিধির উপর নজর রাখার নির্দেশ দিয়ে পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কর্নজোড়ার প্রশাসনিক বৈঠকে নাগাল্যান্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ”বিএসএফ জওয়ানরা মাঝেমধ্যে গ্রামে ঢুকে পড়ে। দেখবেন, এভাবে যেন দুমদাম এলাকায় ঢুকে পড়তে না পারে। আইসিদের বলছি, খবর পেলে আপনারা ঘটনাস্থলে যান, নিজেরা গিয়ে দেখুন। প্রয়োজনে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলুন।” এদিন বৈঠক চলাকালীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বিএসএফ সম্পর্কে জেলা পুলিশের কাছে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বলেন, “ওদের কাজের পরিধি বাড়িয়েছে কেন্দ্র। ওরা গ্রামে গ্রামে ঢুকে পড়ছে। কিন্তু লোকাল পুলিশকে না জানিয়ে কিছু করা যাবে না। ওদের গতিবিধির দিকে নজর রাখুন। দেখলেন তো নাগাল্যান্ডে কী ঘটে গেল। এখানে শীতলকুচিতেও গুলি চালিয়ে ৩ জনকে মেরে দিল। এসব কাম্য নয়। পুলিশকে না জানিয়ে ওরা যেন কিছু না করে। আইসি-দের বলছি, আপনারা অনেক সময় ভাবেন, ওদের ছেড়ে দেওয়া হোক, কাজ করতে দেওয়া হোক। কিন্তু এটা করবেন না। অ্যালার্ট থাকবেন। বিডিও-দেরও বলছি, আপনারাও সতর্ক থাকুন।” নাগাল্যান্ডে নিরীহ গ্রামবাসীদের উপর ভুল করে নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর ঘটনায় তোলপাড় গোটা দেশ। মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে টুইট করে ন্যায়বিচার চেয়েছেন। তার পরেই বিএসএফ-এর গতিবিধি নিয়ে এই সতর্কবার্তা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2. কবে হবে রাজ্যের বকেয়া পুরভোট? এ নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে মিলল তাঁর ইঙ্গিত। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, “দু থেকে তিন মাসের মধ্যে পুরভোট সব হয়ে যাবে।” এরপরই প্রশাসনিক আধিকারিকদের কাছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ জানতে চান তিনি। একই সঙ্গে বলেন গঙ্গাসাগর মেলা, দোল, হোলি ইত্যাদি উৎসবের কথাও। সবদিক খতিয়ে দেখেই ভোটের দিন চূড়ান্ত করার ইঙ্গিত দেন তিনি। অর্থাৎ মার্চের মধ্যেই বকেয়া পুরভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে গতি আনারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই কাজের জন্য টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে পড়ুয়াদের এই কাজে নিয়োগের পরামর্শ দিয়েছেন। তবে তাদের নিয়োগ করা হবে ইন্টার্ন হিসেবে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। আগেই এবিষয়ে ব্যাংকগুলিতে কড়া বার্তা দিয়েছিল রাজ্য। তা সত্ত্বেও কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছেই। সে বিষয়টি এদিন তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর সামনে। তিনি কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর কথায়, “যেভাবে কাজ করলে পড়ুয়ারা দ্রুত টাকা পাবে, সেই ব্যবস্থাই করতে হবে। কারণ প্রত্যেকে আশা করে রয়েছেন।” স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ক্যাম্প করানোরও পরামর্শ দেন। এদিনের সভায় শিল্পীদের জন্য ‘আর্টিসন’ কার্ডের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প থেকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডে বিশেষ সুবিধা পাবেন শিল্পীরা।
এদিকে কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে ইসলামপুরকে আলাদা জেলা করার দাবি তোলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এমন প্রস্তাব কানে যেতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন এরকম কোনও প্রস্তাব গ্রাহ্য হবে না।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।