রাহুলের কারণেই ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু-র। তবে তিনি নিজে নন, কংগ্রেসের তরফেই একাধিক নেতানেত্রী এ কথা বলেছেন বলে দাবি রিজিজু-র। মোদি পদবি নিয়ে বিতর্কের মাঝেই কংগ্রেসের অন্দরের কথা কি ফাঁস করলেন আইনমন্ত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
আদৌ কংগ্রেস শিবিরের হাল ধরছেন না রাহুল গান্ধী। বরং তাঁর জন্যই ভরাডুবি হতে চলেছে দলের। এমনটাই নাকি মনে করেন হাত শিবিরের একাধিক নেতা। তবে তাঁরা কেউ প্রকাশ্যে এ কথা বলেছেন বলে জানা যায়নি। কিন্তু কংগ্রেসের অন্দরে এমনটাই জল্পনা বলে এবার বিস্ফোরক দাবি করে বসেছেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু। মোদি পদবি নিয়ে বিতর্কে কারাবাসের দণ্ড শোনার পরেই আইনমন্ত্রীর এহেন মন্তব্যে আরও খানিক বেকায়দায় পড়লেন রাহুল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও শুনুন: ‘বাবরিই রামের জন্মভূমি আসলে মিথ্যে দাবি’! হিন্দুত্বের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে গ্রেপ্তার অভিনেতা
মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল নিজে তো বিপাকে পড়েছেনই, একইসঙ্গে সংকটের মুখে পড়েছে তাঁর দলও। আসলে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। এর আগেও ‘চৌকিদার চোর’ স্লোগানের জেরে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। আর এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করায় সমস্যা বেড়েছে আরও। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই রাহুলকে এবার দোষী সাব্যস্ত করেছে সুরাটের আদালত। হাত শিবিরের হেভিওয়েট নেতাকে দু’বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত। এদিকে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের শাস্তি ছাড়াও নয়া আশঙ্কার মুখে কংগ্রেস। তা ছাড়া সাংসদের আলটপকা মন্তব্য দলের ভাবমূর্তির ক্ষতি করতে পারে বলেও মনে করছেন অনেকে। বিশেষ করে কংগ্রেস যখন হারানো জমি ফেরত পাওয়ার জন্য নতুন করে লড়াইয়ে নেমেছে, ভারত জোড়ো যাত্রা করে গোটা দেশকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন রাহুল, তার পরে পরেই রাহুল আইনি শাস্তির মুখে পড়ায় একরকম ধাক্কাই খেল সেই লড়াই। এই পরিস্থিতিতে মোদি পদবি নিয়ে মন্তব্য এবং সাম্প্রতিক কালের অক্সফোর্ড বিতর্ক নিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে একযোগে তোপ দাগছেন বিজেপি নেতারা। আর সেই প্রেক্ষিতেই এবার এহেন মন্তব্য করে বসলেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু।