হিন্দুত্বের মূল ভিত্তি মিথ্যের উপরই দাঁড়িয়ে আছে। সম্প্রতি এই মরমেই টুইট করেছিলেন কন্নড় অভিনেতা চেতন কুমার। তাঁর টুইট ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়। আর তার জেরেই শেষমেশ গ্রেপ্তার হতে হল অভিনেতাকে। ঠিক কেন এই মিথ্যের অভিযোগ তুলেছিলেন অভিনেতা? আসুন শুনে নিই।
আদর্শগত ভাবে তিনি হিন্দুত্বের বিরোধী। আর তার দরুণই হিন্দুত্বকে কাঠগড়ায় তুলে কড়া আক্রমণ শানিয়েছিলেন তিনি। তবে সেই আক্রমণ তাঁর বিপক্ষেই গেল। বেঙ্গালুরু পুলিশ শেষমেশ গ্রেপ্তার করল কন্নড় অভিনেতা চেতন কুমারকে।
আরও শুনুন: ভারতের জাতীয় পতাকায় সইয়ের আবদার আফ্রিদির কাছে, কী প্রতিক্রিয়া পাক ক্রিকেটারের?
অহিংসার ভাবাদর্শেই উদ্বুদ্ধ এই অভিনেতা। অনেকেই তাকে ‘চেতন অহিংসা’ নামেও চেনেন। অভিনয় করার পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও। দলিত ও প্রান্তিক-নিম্নবর্গের মানুষদের সঙ্গে নিয়ে তিনি নানা কাজ করে থাকেন। তবে হিন্দুত্ব আদর্শের বিরোধিতা করতে গিয়ে তিনি চাঁচাছোলা আক্রমণের পথেই হাঁটেন। গত ২০ মার্চ একটি ট্যুইট করে তিনি লিখেছিলেন, হিন্দুত্বের ভিত্তি পুরোপুরি মিথ্যের উপরই দাঁড়িয়ে আছে। কয়েকটি উদাহরণ দিয়ে তিনি তাঁর বক্তব্য স্পষ্ট করেন। যেমন, সাভারকর ও তাঁর অনুগামীরা মনে করেন যে, রাম যখন রাবণকে পরাজিত করে অয্যোধ্যায় ফিরলেন তখন থেকেই তাঁদের চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্রের শুরু। অভিনেতা মতে, এই ধারণা একেবারেই মিথ্যে। অভিনেতা আরও বলেন যে, ১৯৯২ সালে দাবি করা হয় যে বাবরি মসজিদই রামলালার জন্মভূমি। তাঁর দাবি, এ-ও যে আদতে মিথ্যে তা প্রমাণিত। আর এই ২০২৩ সালে টিপুর নিধনকারী হিসাবে যে সত্য তুলে ধরা হচ্ছে তাও আসলে মিথ্যে বলেই দাবি করেন অভিনেতা। তাঁর সাফ কথা ছিল হিন্দুত্ব ভাবধারার ভিত্তিভূমিই হল মিথ্যা। আর তাকে পরাস্ত করা সম্ভব সত্য দিয়েই।
Hindutva is built on LIES
Savarkar: Indian ‘nation’ began when Rama defeated Ravana & returned to Ayodhya —> a lie
1992: Babri Masjid is ‘birthplace of Rama’ —> a lie
2023: Urigowda-Nanjegowda are ‘killers’ of Tipu—> a lie
Hindutva can be defeated by TRUTH—> truth is EQUALITY
— Chetan Kumar Ahimsa / ಚೇತನ್ ಅಹಿಂಸಾ (@ChetanAhimsa) March 20, 2023
স্বাভাবিক ভাবেই এই ট্যুইটে ঝড় ওঠে। ভাইরাল হয়ে যায় টুইট-টি। এবং সমালোচনার মুখে পড়েন অভিনেতা। একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একটি হিন্দুত্ববাদী সংগঠন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। আর তার পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। এর আগেও তিনি ন্যায়ের পক্ষ নিয়ে সরব হয়েছিলেন, গ্রেপ্তারও হয়েছিলেন। তারই পুনরাবৃত্তি যেন এই গ্রেপ্তারিতে।