আফগান মেয়েদের সম্পর্কে মুখে উদারনীতির কথা বললেও, আদতে তাদের ঘিরে কড়া নিষেধের পাঁচিল তুলে দিতেই আগ্রহী তালিবান। এমনকী মেয়েদের পোশাকের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে তালিবান শাসনের শুরু থেকেই। এই পরিস্থিতিতে এবার অভিনব প্রতিবাদে শামিল হলেন আফগান মেয়েরা। যা দেখে মুগ্ধ তামাম দুনিয়া। কেমন সে প্রতিবাদ? আসুন, শুনে নেওয়া যাক।
কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে ইতিমধ্যেই মহিলাদের বোরখা পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে নতুন তালিবান সরকার। কিন্তু এবার তাদের চোখরাঙানিকে হেলায় উড়িয়ে দিলেন আফগানভূমের মেয়েরা। হিজাব-নিকাবের বদলে শরীরে তুলে নিলেন আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক। কালো বোরখার বিবর্ণতা মুছে দিয়ে রঙিন ঝলমলে পোশাকে সেজে উঠলেন তাঁরা। এবং, মুখ ঢাকলেন না অনেকেই। মেয়েদের কোনও পুরুষের সামনে মুখ দেখানো নিয়ে তালিবানের ঘোরতর আপত্তিকেও পাত্তা দেননি তাঁরা। পরিবর্তে তাঁদের রঙিন ছবি ছড়িয়ে দিলেন নেটমাধ্যমে। সঙ্গে একটি হ্যাশট্যাগ- #DoNotTouchMyClothes। অর্থাৎ, ‘আমার পোশাকে হস্তক্ষেপ কোরো না’। আফগানভূমের মেয়েরা এইভাবেই বুঝিয়ে দিলেন, তালিবান যতই তাঁদের দমিয়ে রাখার চেষ্টা করুক, মেয়েদের স্বাধীন সত্তাকে কিছুতেই অস্বীকার করতে দেবেন না তাঁরা।
আরও শুনুন: তাক করা তালিবানি বন্দুকের মুখে নির্ভয়ে দাঁড়িয়ে আফগান মহিলা, কুর্নিশ বিশ্ববাসীর
আফগানিস্তান দখলে নেওয়ার পর থেকেই মেয়েদের উপর একের পর এক ফতোয়া নামিয়ে এনেছে তালিবান। মুখে যাই বলুক তারা, নিত্যনতুন বিধিনিষেধের জেরে শিক্ষাক্ষেত্র-কর্মক্ষেত্রে ফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে মেয়েদের কাছে। প্রাথমিকভাবে মেয়েদের কর্মক্ষেত্রে ঢুকতে না দেওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। নিরাপত্তার অজুহাত দেখিয়ে মেয়েদের কর্মক্ষেত্রে যোগদানে কিছু দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান। তখন আফগান মহিলাদের একাংশ জানিয়েছিলেন, প্রয়োজনে তাঁরা বোরখা পরার শর্ত মানতেও রাজি, কিন্তু তাঁদের চাকরি করতে দেওয়া হোক।
আরও শুনুন: তালিবানি শাসনে মেয়েদের দুর্দশার কথা জানিয়েছিলেন ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’
সরকার গঠনের পর অবস্থাটা পালটেছে সামান্য। আফগানিস্তানের নতুন তালিবান সরকার ঘোষণা করেছে, শরিয়তি আইন মেনে বোরখা পরে কাজে যোগ দিতে পারবেন মেয়েরা। রবিবার সোশাল মিডিয়ায় দেখা গিয়েছিল আফগান মহিলাদের একটি মিছিলের ভিডিয়ো। তাতে তালিবানি পতাকা হাতে তাদের সমর্থনে স্লোগান দিতে দেখা যায় আপাদমস্তক কালো বোরখায় ঢাকা মহিলাদের। আর এর প্রতিবাদে রবিবার রাত থেকেই নিজেদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন আফগানিস্তান-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আফগান মহিলারা।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।