আনারসের মতো সহজলভ্য ফল, তারই দাম নাকি আকাশছোঁয়া! হ্যাঁ, এই আনারসের একটির দাম গুনে গুনে এক লক্ষ টাকা। যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কিন্তু কেন এত দাম? আসুন, শুনে নেওয়া যাক।
একটি বিশেষ ফলের চাষ করে ফুলেফেঁপে উঠেছিলেন এক ব্যবসায়ী। ‘ম্যাকেঞ্জি ফ্রুট’ গল্পে অন্তত তেমনটাই জানিয়েছিলেন সত্যজিৎ রায়। এবার বাস্তবেও যেন দেখা গেল তেমনটাই। জানা গেল, এক বিশেষ ধরনের আনারসের দাম নাকি দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা। ম্যাকেঞ্জি সাহেবের বাগানের ওই বিশেষ গাছটির মতোই, ব্রিটেনের কর্নওয়ালের হেলিগান বাগানে উৎপন্ন এই আনারসের নামকরণ করা হয়েছে বাগানের নাম অনুসারেই। আর এই হেলিগান আনারসের দাম দেখেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
আরও শুনুন: সদ্যোজাত মেয়ের গর্ভেও রয়েছে ভ্রূণ, প্রসবের পর হতবাক মহিলা
এমনিতে আনারস খেতে পছন্দ করেন অনেকেই। ফল হিসেবে এর বাজার তো রয়েইছে, তা ছাড়া আনারসের নির্যাস মেশানো থাকে অন্যান্য খাবারেও। তবু চলতি বাজারে এর যা দাম, তার সঙ্গে ওই আকাশছোঁয়া দামের কোনও তুলনাই চলে না। কিন্তু কেন এত দাম এই হেলিগান আনারসের?
স্বাদের দিক দিয়ে সাধারণ আনারসের মতো হলেও এর দাম এত বেশি হওয়ার নেপথ্যে এক বিশেষ কারণ রয়েছে। আসলে এই আনারসের চাষ করা হয় এক বিশেষ পদ্ধতিতে। মূলত ইংল্যান্ডের কর্নওয়াল অঞ্চলেই এর চাষের হার বেশি। যেখানে একটি আনারস ফলাতেই নাকি ২ থেকে ৩ বছর সময় লেগে যায়। দীর্ঘ সময়ের পাশাপাশি এই ফল চাষ করার জন্য ব্যাপক পরিশ্রম ও যত্নেরও প্রয়োজন হয়। তাই এমন আকাশছোঁয়া দাম হয়ে যায় এই বিশেষ আনারসের। জানা যায়, ব্রিটেনে সর্বপ্রথম এই আনারস নিয়ে আসা হয়েছিল ১৮৯১ সালে। কিন্তু ব্রিটেনের আবহাওয়া আনারস চাষের জন্য একেবারেই উপযোগী ছিল না। তবু দেশের কৃষিবিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক প্রতিকূল আবহাওয়াতেই আনারস ফলাবেন। বিভিন্ন পরীক্ষার পর তাঁরা আবিষ্কারও করে ফেলেন কিছু পদ্ধতির। যা কাজে লাগিয়ে ব্রিটেনের স্যাঁতসেঁতে আবহাওয়াতেও আনারস ফলানো সম্ভব হয়। সেই থেকে ওই বিশেষ পদ্ধতি অনুসরণ করেই ব্রিটেনের কর্নওয়ালের হেলিগান বাগানে চাষ করা হয় এই আনারসের। এর দাম প্রায় এক হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ টাকার সমান।
আরও শুনুন: ঘরে ২০ জন স্ত্রী, বিয়ে নিজের কিশোরী কন্যাকেই, বিকৃত যৌনতার দায়ে গ্রেপ্তার স্বঘোষিত ‘গুরু’
এই বাগানে উৎপন্ন দ্বিতীয় হেলিগান আনারসটি নাকি উপহার হিসেবে দেওয়া হয়েছিল খোদ রানি দ্বিতীয় এলিজাবেথকে। তবে বর্তমানে এই বাগানে চাষ হওয়া আনারসগুলি নিলামে তোলা হয় বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।