জীবনে চলার পথে কত কিছুই তো হারিয়ে ফেলে মানুষ। তার অধিকাংশই ফেরত পায় না। আবার কিছু কিছু ফিরেও আসে সময়ের স্রোতে। কথায় বলে, সমুদ্র কোনও কিছুই রাখে না নিজের কাছে। সবই ফিরিয়ে দেয়। তা শুধু সমুদ্রই নয়, ফিরিয়ে দেয় হ্রদের জলও। যেমন ফিরিয়ে দিয়েছে এই মহিলাকে। ৫৩ বছর পর তিনি ফিরে পেয়েছেন সাধের আংটি। কী ভাবে? শুনে নিন।
জীবন গিয়েছে চলে পঞ্চাশটা বছরের পার। ততদিনে ঘর পাল্টেছে, পাল্টেছে বাসস্থান। স্কুলজীবনে হারিয়ে যাওয়া সেই আংটির কথা কবেই ভুলে গিয়েছিলেন মহিলা। তবে সেই আংটি যে এভাবে ফিরে পাবেন তা ভাবতেও পারেননি তিনি। তবে একদিন তেমনটাই হল। স্কুল কর্তৃপক্ষের তরফে ফোন পেলেন ক্যালিফর্নিয়ার বাসিন্দা ফলি আলাবামা। খুঁজে পাওয়া গিয়েছে তাঁর ৫৩ বছর আগে হারিয়ে যাওয়া আংটি।
আরও শুনুন: রাস্তায় গাড়ি চললেই ভেসে আসে সুর, আজব কৌশল নির্মাতাদের
ক্যালিফর্নিয়ার একটি হ্রদে সাঁতার কাটতে নেমে খোয়া গিয়েছিল আংটিটি। ফলি তখন পড়তেন হাইস্কুলে। এ নিয়ে স্কুলে খোয়া যাওয়ার রিপোর্টও লিখে এসেছিলেন ফলি। সেটা সম্ভবত ১৯৬৯ সালের ঘটনা। প্রিয় আংটি হারিয়ে সেসময় খুব ভেঙে পড়েছিলেন তিনি। কান্নাকাটিও করেছেন বিস্তর। তার পর কালের নিয়মে ভুলেও গিয়েছেন।
তার পর স্কুল পেরিয়ে কলেজে পা দিয়েছেন ফলি। শেষ হয়েছে সেই সব পড়াশোনাও। বিবাহসূত্রে পাল্টেছে ঘর। এখন তিনি থাকেন ক্যালিফর্নিয়ার উত্তরে স্বামী ও সন্তানদের নিয়ে। সম্প্রতি স্কুল থেকে ফোন পেয়েই ছুটে গিয়েছিলেন ফলির এক ছেলে। সেখানে গিয়ে জানতে পারেন, এক দম্পতি নাকি ক্যালিফর্নিয়ার বেরিয়েসা হ্রদে মাছ ধরছিলেন। তাঁরাই খুঁজে পান আংটিটি। মাছ ধরার ছিপের বেশ কিছু অংশ নাকি ডুবে গিয়েছিল। সেটিরই খোঁজে জলে নেমেছিলেন তাঁরা। আর সেখানেই পাথরের খাঁজে মেলে আংটিটি। তার পরেই যোগাযোগ করেন স্কুলের সঙ্গে।
আরও শুনুন: ৬৫০০ কিমি পাড়ি দিয়ে মক্কায় অ্যাডাম মহম্মদ, পথ-পরিক্রমায় দিলেন সমন্বয়ের বার্তা
৫৩ বছর আগে হারিয়ে যাওয়া সেই আংটি খুঁজে পেয়ে বেজায় খুশি ফলি। তার চেয়েও বেশি অবাক তিনি। স্থানীয় টিভি চ্যানেলে জানিয়েছেন, আংটিটির সঙ্গে তাঁর সম্পর্কে আসলে অবিচ্ছেদ্য। আংটিটি যেন তৈরিই হয়েছে তাঁর জন্য। তাই ফের তাঁর কাছেই ফিরে এসেছে ওই আংটি।