সাদা রঙের গাউন। নিজের বিয়েতে ওই রাজকীয় পোশাকটিই পরেছিলেন তরুণী। কিন্তু সেই সাধের পোশাক নিজে হাতেই পোড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, বিয়ের পোশাকে নবদম্পতির যা ছবি উঠেছে, সেগুলিও নিজে হাতেই ছিঁড়ে ফেলছেন তিনি। কেন এমনটা করলেন ওই তরুণী? আসুন শুনে নিই।
জন্মদিন বা বিয়ে উপলক্ষ্যে সেজেগুজে ছবি তোলেন অনেকেই। বলা বাহুল্য, যে কোনও আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রেই এই চল রয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ উদযাপন করতে শুনেছেন কাউকে? তাও আবার অভিনব কায়দায় ছবি তুলে!
আরও শুনুন: ফোনেই থাকে জরুরি পাসওয়ার্ড! AI-এর দৌলতে কি ফাঁস হতে পারে গোপন সংকেত?
শুনতে অবাক লাগলেও এমনটাই করেছেন এক মার্কিন তরুণী। সম্প্রতি তাঁর কিছু ছবি রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে তিনি পরে আছেন একটি উজ্জ্বল লাল পোশাক। তাঁর মুখভঙ্গি দেখলে মনে হবে কোনও বিশেষ ঘটনার উদযাপন করছেন তিনি। কিন্তু ছবিগুলো একটু ভালোভাবে দেখলেই বোঝা যাবে, আদতে তা নয়। আসলে ওই তরুণীর সদ্যই বিবাহবিচ্ছেদ হয়েছে। অধিকাংশ মানুষের কাছেই এই ঘটনা আনন্দের নয়। তবে এই মার্কিন তরুণী এক্ষেত্রে ব্যতিক্রম। নিজের বিবাহবিচ্ছেদ রীতিমতো উদযাপন করার কথা ভেবেছেন তিনি। সেই কারণেই এমন সেজেগুজে ছবি তুলেছেন। আর শুধু আকর্ষণীয় ভাবে সাজসজ্জা করাই নয়, প্রতিটা ছবিতেই অদ্ভুত আচরণ করতে দেখা গিয়েছে তাঁকে। কোনওটায় নিজের বিয়ের সাদা গাউন পুড়িয়ে দিচ্ছেন তিনি। আবার কোনওটায় বিয়ের ছবি ছিঁড়ে ফেলছেন। কোথাও হিল জুতো পরা পা দিয়ে ভেঙে ফেলছেন যুগলের ছবি দেওয়া ফ্রেম। এমনকি শ্যাম্পেন উড়িয়ে উদযাপন করতেও দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে তিনি নিজেই উল্লেখ করেছেন যে, এভাবেই বিচ্ছেদকেও উদযাপন করছেন তিনি।
আরও শুনুন: জলের উপর হাঁটছেন মহিলা, ‘অলৌকিক’ দৃশ্য দেখেই দেবী জ্ঞানে পুজো শুরু স্থানীয়দের
স্বাভাবিকভাবেই এমন সব ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়। তাঁর কাণ্ড দেখে অবাক হয়েছেন সকলেই। কেউ কেউ তাঁকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে নিজের মন যা চেয়েছে তেমনটাই করেছেন ওই মহিলা। আসলে একসঙ্গে থাকার পর সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে পারেন না অনেকেই। অবসাদ গ্রাস করে তাঁদের। কিন্তু এই তরুণী যে এই ঘটনাকে পাত্তা না দিয়ে জীবনকে উপভোগ করতে চাইছেন, তা দেখে খুশি হয়েছেন অনেকেই। তবে এ সবকিছুই কি কেবল সোশ্যাল মিডিয়ায় দেখানো, নাকি সত্যিই বিচ্ছেদের পরেও ভাল আছেন ওই তরুণী, তা ভেবেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।