ইউক্রেনে সাড়ে ৫ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ‘বন্ধু’ ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট।ভারতেই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারবেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিপত্তি। নির্বাচন কমিশনের দ্বারস্থ অখিলেশ যাদব। কপিল দেবের রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা।
হেডলাইন:
আরও শুনুন: 4 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- প্রয়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন, ক্রিকেটমহলে শোকের ছায়া
আরও শুনুন: 3 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- অখিলেশের প্রচারে বারাণসী থেকেই বিজেপিকে উৎখাতের ডাক মমতার
বিস্তারিত খবর:
1. ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। যুদ্ধের ময়দানে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ করেছে মস্কো বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর। রুশ সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘গ্রিনিচ মিন টাইম’ হিসেবে ইউক্রেনে সকাল ৬টা বা ভারতীয় সময়ে প্রায় সকাল ১১.৩০ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় দিয়েছে পুতিনের বাহিনী। ভারতীয় সময় অনুযায়ী, যুদ্ধবিরতি ছিল রাত ৮টা পর্যন্ত।
ইউক্রেনে এখনও আটকে রয়েছেন প্রায় ৩ হাজার ভারতীয়। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে ‘অপারেশন গঙ্গা’। এই দফায় সুমি শহরে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজে জোর দেওয়া হবে বলে জানান তিনি।
বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর পরই মস্কোর সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে নয়াদিল্লির। সাময়িক যুদ্ধবিরতি হওয়ায় কিয়েভ, খারকভ থেকে ভারতীয়দের উদ্ধার করা কিছুটা হলে সহজ হয়েছে। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া জানিয়েছে খারকভ থেকে ভারত ও অন্য দেশের নাগরিকদের বের করে আনতে বাস তৈরি রাখা হয়েছে। এদিকে, রাশিয়া ও ইউক্রেন তৃতীয় দফায় আবারও বৈঠকে বসতে চলেছে বলে জানা গিয়েছে। রাশিয়ার বিভিন্ন ধনকুবেরদের বিপুল চাপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। তাঁকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থা লুকওয়েল।
2. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল এখনও নিতে পারেনি রাশিয়া। এই শহরেই থাকেন ইউক্রেনের প্রেসিডেন্টের ভ্লোদিমির জেলেনস্কি। এবার তাঁর বাড়ির বাগানে মিসাইল আছড়ে ফেলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার গোটা বিষয়টি ফেসবুকে পোস্ট করে জানান প্রেস সচিব সের্গিই নিকিফরব। লেখেন, প্রেসিডেন্টের বাড়ির বাগানে মিসাইলের টুকরো পাওয়া গিয়েছে। তিনি অভিযোগের স্বপক্ষে একটি ছবিও পোস্ট করেন। তবে গোটা মিসাইলে ছবি বা কী ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিতভাবে জানাতে পারেননি প্রেস সচিব সের্গিই নিকিফরব। ছবিটির নিচে জেলেনস্কি অবশ্য মসকরা করে লিখেছেন, “লক্ষ্যভ্রষ্ট।”
এদিকে নামে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া। তার জেরে বন্ধ রাখতে হয়েছে উদ্ধারকাজ। সবমিলিয়ে রাশিয়ার ক্রমাগত হামলার মুখে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। এহেন পরিস্থিতিতে ন্যাটো গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। কিয়েভের শত আর্তি সত্বেও সরাসরি যুদ্ধে জড়াতে বা সেনা পাঠাতে রাজি হয়নি আমেরিকা ও ন্যাটো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাটো জোটের কাছে ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন জেলেনস্কি। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় ন্যাটো। এহেন সিদ্ধান্তের সপক্ষে ন্যাটো জোটের যুক্তি, ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। তারপরই ক্ষোভ উগরে দেন জেলনস্কি। তাঁর বক্তব্য, “ইউক্রেনের আকাশপথকে সুরক্ষা দিতে নারাজ ন্যাটো। তারা এমন একটা ধারণা তৈরি করেছে যে আকাশপথ বন্ধ করলে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাবে। এটা এমন দুর্বল ও অনিশ্চয়তায় জর্জরিতদের ধারণা যাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি অস্ত্র রয়েছে। আজ থেকে সব মৃত্যুর দায় ন্যাটোর।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।