অফিসে সদ্য শেষ হয়েছে লাঞ্চ ব্রেক। ভরপেট খেয়ে আপনি বসেছেন নিজের চেয়ারে। ব্যস, চোখের পাতায় কোথা থেকে যেন রাজ্যের ঘুম হাজির। কিন্তু অফিসে কাজে ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়লে যে চাকরিটিও ফাঁকে পড়তে পারে। এমন সময় কেউ এসে বলল, যান আধঘণ্টা ঘুমিয়ে নিন! ভাবছেন তো, এমনটাও বুঝি সম্ভব? কিন্তু কর্মীদের নাকি এমনই সুযোগ দিচ্ছে এই সংস্থা। আসুন শুনে নিই।
কর্মীদের জন্য নয়া উপহারের ঘোষণা করেছে এক সংস্থা। আর এই উপহার পেয়ে খুশি হয়েছেন কর্মীরাও। না, বেতন বৃদ্ধি বা পদোন্নতি নয়। আসলে অফিসে কাজের মধ্যেই কর্মীদের ঘুমোনোর সুযোগ দিয়েছে দেশের ওই সংস্থা। শুধু তাই নয়, ‘ঘুম দিবস’ উপলক্ষে বছরের একটা দিন ছুটি হিসেবেও ঘোষণা করেছে সংস্থাটি। আর এমন উপহার পেয়েই আনন্দে আটখানা ওই সংস্থার কর্মীরা।
আরও শুনুন: ছেড়েছেন দামি চাকরি, শিঙাড়া বিক্রি করেই দিনে ১২ লক্ষ টাকা আয় দম্পতির
সুস্থ শরীরের অন্যতম শর্ত পর্যাপ্ত ঘুম। চিকিৎসকেরা হামেশাই এ কথা বলে থাকেন। এমনকি ঘুমের প্রয়োজনীয়তা বোঝাতে, বছরের একটা দিন ঘুম দিবস হিসেবেও পালন করা হয়। সেই ঘুম দিবস উপলক্ষেই এবার এক অদ্ভুত উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরুর এক সংস্থা। নাম ওয়াকাফিট। কর্মীদের সুস্বাস্থ্যের কথা ভেবে বছরে ওই নির্দিষ্ট দিনে ছুটির ঘোষণা করেছে ওয়াকাফিট। শুধু তাই নয়, কর্মীদের প্রতিদিন দুপুরে আধঘণ্টার জন্য ঘুমোনোর সুযোগও দিচ্ছে এই সংস্থা। এমন সুযোগ পেয়ে তো বেজায় খুশি সংস্থার কর্মীরা। অন্যদিকে নেটিজেনরাও এই ঘোষণা শুনে বেশ অবাক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কর্মীদের ঘুম নিয়ে এতটা দরাজ কেন ওই সংস্থা?
আরও শুনুন: সুমন যেন অমোঘ সংক্রমণ, বাঙালিকে আধুনিক উচ্চারণে বলতে শেখালেন ‘তোমাকে চাই’
উত্তরে খুবই সুন্দর যুক্তি দিয়েছেন সংস্থার কর্ণধার। তাঁর মতে, কর্মীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ঘুম ওষুধের মতো কাজ করে। এমনকি দিবানিদ্রাও একেবারেই খারাপ নয় বলেই মনে করেন তিনি। গবেষকরাও বলেন, যখন শরীর ঘুমোতে চাইছে তখন তাকে জোর করে জাগিয়ে রাখলে আদতে ক্ষতিই হয়। সেই সুরে সুর মিলিয়েই ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, দুপুরে খাওয়ার পর কাজে একটু ঢিলেমি আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কেউ যদি আধঘণ্টার ‘পাওয়ার ন্যাপ’ নেওয়ার সুযোগ পায়, তাহলে ঘুমের ভাবটাও কেটে যাবে আর নতুন করে কাজে মনও বসবে। সেইজন্যেই এমন ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে সংস্থার পণ্যটিও। আসলে এই সংস্থা ম্যাট্রেস বা বিছানার নরম গদি তৈরি করে। বিভিন্ন বিজ্ঞাপনে তাঁরা ভালোভাবে ঘুমানোর কথাটিই বারবার তুলে আনেন। তাই নিছক প্রচারের উদ্দেশ্যেও সংস্থাটি এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে মত নেটিজেনদের একাংশের।