এনডিএ না ‘ইন্ডিয়া’? ভাগ্যনির্ধারণে জোড়া নির্বাচন দুই রাজ্যে। ঝাড়খণ্ডে জোর টক্কর, মারাঠাভূমে ফের গেরুয়া ঝড় দেখছে বুথফেরত সমীক্ষা। ট্যাব কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে রাজ্য। জালে আরও ২১। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কুন্তলের। পার্থর জামিন নিয়ে মতানৈক্য দুই বিচারপতির। হাই কোর্টের হাতেই কল্যাণ-শান্তিময়দের ভাগ্যও। বেলডাঙায় অশান্তির ঘটনায় কী পদক্ষেপ রাজ্যের? রিপোর্ট তলব হাই কোর্টের। ১০০০ দিন পেরিয়ে যুদ্ধশান্তির আশা ইউক্রেনে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বছরশেষে জোড়া নির্বাচনে ফের ভাগ্যনির্ধারণ এনডিএ এবং ইন্ডিয়া জোটের। মহারাষ্ট্রে প্রথম ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হল বুধবার। মহারাষ্ট্রে মহাজুটি নাকি মহা বিকাশ আঘাড়ি, কারা শেষ পর্যন্ত মসনদ দখল করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের পরিবর্তে বিজেপি ও শরিক দলগুলি ক্ষমতা দখল করবে কি না, সেদিকেও নজর গোটা দেশের। ভোটের ফল জানা যাবে শনিবার। তবে তার আগেই, একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, মারাঠাভূমে ফের উড়বে গেরুয়া নিশান। লোকসভায় দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলির মধ্যে সবার উপরে ছিল মহারাষ্ট্র। ফলে এক্সিট পোলের আভাস মিলে গেলে মহারাষ্ট্রের ফলাফল বিরোধীদের জন্য বড় ধাক্কা হতে চলেছে। এমনিতে চব্বিশের লোকসভার ধাক্কা সামাল দিতে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন জিততেই হত বিজেপিকে। হরিয়ানায় ইতিমধ্যেই অপ্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি। এবার মহারাষ্ট্রেও জয়ের আশা দেখছে গেরুয়া শিবির। একাধিক বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, ঝাড়খণ্ডে কঠিন লড়াই হলেও সামান্য এগিয়ে এনডিএ।
2. ট্যাব কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে রাজ্য পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার আরও ২১ জন। বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা। ফ্রিজ করা হয়েছে ৭৯৭টি অ্যাকাউন্ট। জানা যাচ্ছে, ‘তরুণের স্বপ্ন’ চুরির কায়দায় ২০০৮ সালে হাতানো হয়েছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকাও। ‘জামতাড়া গ্যাং’য়ের কায়দায় উত্তর দিনাজপুরের চোপড়ায় বসেই নাকি বোনা হয়েছিল সেই ষড়যন্ত্রের জাল। ২০০৮ সালে চোপড়া থেকে একজনকে গ্রেপ্তার করেছিল কেরল পুলিশ। আর এবার এই দুর্নীতিতেও মাস্টারমাইন্ড সন্দেহে পুলিশের স্ক্যানারে ওই এলাকারই প্রতারক বাবর। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শুধু বাংলা নয়, মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। এবার কার্যত সেই দাবিরই সূত্র মিলছে রাজ্য পুলিশের তদন্তে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।