নগ্ন হয়েই রাস্তায় ঘুরে বেড়াবেন এক ব্যক্তি। অথচ পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না। কেননা ওই ব্যক্তির সহায় আদালতের ‘সুরক্ষাকবচ’। কিন্তু কীভাবে এমন অদ্ভুত কাজের অনুমতি পেলেন তিনি? আসুন শুনে নিই।
পোশাক পরতে একেবারেই পছন্দ করেন না। এমন কাজকে অপরাধও মনে করেন না তিনি। তাই প্রায়শই নগ্ন হয়ে রাস্তাঘাটে বেড়িয়ে পড়তেন বছর ২৯-র আলেজান্দ্রো কোলোমার। অথচ তাঁর দেশ স্পেনে নগ্ন হয়ে ঘুরে বেড়ানো একেবারেই আইনসিদ্ধ নয়। স্বাভাবিক ভাবেই এই কাজের দরুন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আদালতে। কিন্তু সেখানেও সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই হাজির হন তিনি। দীর্ঘ সওয়াল জবারের পর আদালতও তাঁর অদ্ভুত দাবি মেনে নিতে বাধ্য হয়।
আরও শুনুন: সম্পত্তির হিসেবে আমজনতার সঙ্গে আকাশছোঁয়া ফারাক, দেশের কোটিপতি মন্ত্রীদের তালিকা জানাল সমীক্ষা
দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত দাবি নিয়ে সরব ছিলেন আলেজান্দ্রো। তাঁর নাকি পোশাক পরতে একেবারেই ভালো লাগে না। তাই কেউ যেন তাঁকে এমন কাজ করতে বাধ্য না করেন, এই ছিল তাঁর আরজি। এদিকে ১৯৮৮ সাল থেকে তাঁর দেশে নগ্ন হয়ে ঘোরা রীতিমতো অপরাধ হিসবেই গণ্য করা হয়। তবু সেসবের কোনও তোয়াক্কা না করে নগ্ন হয়ে সাইকেল নিয়ে এদিক ওদিক বেড়িয়ে পরতেন কোলোমার। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন আচরণ দেখে বেজায় চটে যায় দেশের প্রশাসন। তড়িঘড়ি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ পাঠানো হয়। এতেই যেন শাপে বর হয় তাঁর। বহুদিন আগে থেকেই এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। তাই ইচ্ছা করেই আদালতেও সম্পূর্ণ নগ্ন হয়ে হাজির হন। আচমকা আদালতের মতো গুরুগম্ভীর জায়গায় সম্পূর্ণ নগ্ন একজনকে দেখে খানিক অবাক হন সকলেই। কোলোমারকে প্রশ্ন করা হয় কেন এমন কাজ করেছেন তিনি? উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর পোশাক পরতে ভালো লাগে না। তাই তিনি পরেননি। এমন উত্তর মোটেও আশা করেনি আদালত। যদিও এরপরই প্রকাশ্যে আসে কোলোমারের আদালতে হাজিরার কারণও। সে প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশে নগ্নতা আইনসিদ্ধ নয় জেনেও কেন এমন কাজ করেছেন তিনি? উত্তরে এক অদ্ভুত যুক্তি দেন কোলোমার। তাঁর দাবি, প্রকাশ্যে যৌনতা বা অন্যকে যৌন উদ্দীপক ইঙ্গিত করা অবশ্যই অপরাধ। কিন্তু তিনি তো তেমন কিছুই করছেন না। স্রেফ নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন। কাউকে অস্বস্তিতে ফেলার কোনও উদ্দেশ্য তাঁর নেই। তাই নগ্ন হয়ে ঘোরা কোনও ভাবেই অপরাধ নয়। এহেন যুক্তি মেনে নিতে বাধ্য হন আদালতের বিচারপতিরাও। তাঁরাই নির্দেশ দেন শহরের নির্দিষ্ট কিছু জায়গায় নগ্ন হয়ে ঘুরে বেড়াতে পারেন কোলোমার। তবে আইন ভাঙার অপরাধে তাঁকে জরিমানা দেওয়ারও আদেশ দেন বিচারপতিরা।
আরও শুনুন: নাবালিকা বিয়ের ধুম! বাল্যবিবাহ আইন ভেঙে অসমে গ্রেপ্তার ১৮০০ জন
এর আগে নগ্ন হয়ে ঘোরার জন্য অনেকের কাছেই রসিকতার শিকার হয়েছেন কোলোমার। প্রশাসনের তরফেও অনেক নিষেধাজ্ঞা সহ্য করতে হয়েছে তাঁকে। তবে আদালতের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। যদিও এইভাবে ঘোরার জন্য নির্দিষ্ট কিছু জায়গা ঠিক করে দিয়েছে আদালত। তবু দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় বেজায় খুশি এই যুবক।