১২ লাখের উপর আয়ে মিলবে করছাড়। এবারের বাজেটে এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, মধ্যবিত্তের কথা ভেবেই এমন পদক্ষেপ। কিন্তু লাখ কেন, কোটি টাকা আয় হলেও দিতে হয় না কর। এ দেশেই রয়েছে এমন রাজ্য! কোথায় জানেন?
বার্ষিক আয় কোটি টাকা! হতেই পারে। কিন্তু এমনটা হলে মোটা টাকা করের বোঝাও বইতে হবে। বিশ্বের যে কোনও দেশেই এমন নিয়ম জারি আছে। কিন্তু ভারতের এক রাজ্যে যে কোনও আয়েই মেলে সম্পূর্ণ কর ছাড়। লাখ, কোটি বেতনের অঙ্ক যাই হোক, সবেতেই করের অঙ্ক শূণ্য।
:আরও শুনুন:
অষ্টমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ, ইতিহাসে আর কোনও অর্থমন্ত্রী এমন নজির গড়েছেন?
প্রতিবছর বাজেটের দিকে নজর থাকে গোটা দেশের। কোন জিনিসের দাম কমল, দাম বাড়লই বা কীসের, জানার অপেক্ষায় থাকে দেশবাসী। একইসঙ্গে আরও একটা বিষয়ে সকলের ভাবনা থাকে। যে, এবারের বাজেটে আয়করের কী সুবিধা মিলবে? কখনও ছাড়, কখনও বাড়তি বোঝা, নতুন বাজেটে আয়করের নিয়মে যা খুশি বদল আসতে পারে। যতটা বেশি আয়ে আয়কর লাগু হবে, ততটাই সুবিধা মধ্যবিত্তের। কারণ যে হারে মূল্যবৃদ্ধির বাড়বাড়ন্ত, তাতে করের বোঝা সামলে সংসার টানতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এদিকে কর ফাঁকি দেওয়ার উপায় নেই। ধরা পড়লেই আজীবন কারাবাস অবধি হতে পারে। তাছাড়া সৎ নাগরিক হিসেবে কর ফাঁকির কথা মাথাতেও আনেন না অনেকে। প্রতিবছর জুলাই মাসের শেষ তারিখের আগে নির্দিষ্ট টাকা কর হিসেবে সরকারের কোষাগারে জমা করে দেন। ব্যতিক্রম এই রাজ্যের মানুষজন। ভারতের বাসিন্দা হয়েও তাঁরা কর দেন না। আসলে, কেন্দ্রের তরফেই এমন নিয়ম জারি হয়েছে।
:আরও শুনুন:
অর্থমন্ত্রী ঘোষণার আগেই সামনে প্রকাশ্যে কেন্দ্রীয় বাজেট, কী হয়েছিল তারপর?
কিন্তু কেন?
ইনকাম ট্যাক্স ফ্রি স্টেট! এমনই তকমা রয়েছে এই রাজ্যের ঝুলিতে। আর সেই সুবাদে মেলে আয়কর ছাড়। ভাবছেন তো, কোন রাজ্যের কথা বলছি? পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র সিকিম। ১৯৭৫ সালে এই রাজ্য ভারতের অংশ হয়। সেই থেকেই বিশেষ তকমা পেয়ে আসছে সিকিম। সংবিধানের ৩৭১(এফ) ধারা অনুযায়ী এই সুবিধা পান সিকিমের মানুষজন। প্রথম থেকেই তাঁরা আয়করের আওতার বাইরে। সেখানকার অর্থনীতি মজবুত করার লক্ষ্যেই এমনটা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই নিয়ম বদলায়নি এখনও। তবে সিকিম বদলেছে অনেকটাই। পর্যটনের সুবাদে সেখানকার মানুষজন ভালোই রোজগার করেন বর্তমানে। এমনকি কারও আয় কোটি টাকা অবধি হলেও অবাক হওয়ার কিছু নেই। আর সবটাই নিজেদের কাছে গচ্ছিত রাখতে পারেন তাঁরা। কষ্টার্জিত অর্থ কর হিসেবে দিতে হয় না কোনও সরকারকে। নিঃসন্দেহে এই ব্যবস্থা ব্যতিক্রমের কথা বলে। শুধু ভারত নয়, গোটা বিশ্বে এমন জায়গা নেই বললেই চলে, যেখানে কর দিতে হয় না। অথচ সিকিমের মানুষজন দীর্ঘ এতগুলো বছর ধরে এই সুবিধা পেয়ে আসছেন।