একটানা ২১ দিন ধরে করতে হবে হস্তমৈথুন। এক দিনও বাদ দেওয়া চলবে না। শর্ত বলতে এটুকুই। হ্যাঁ, এমনটাই শর্ত দিয়েছে এক সংস্থা। কিন্তু শর্ত মানলে কী মিলবে তার বিনিময়ে? শুনে নেওয়া যাক।
হস্তমৈথুন নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে। অনেকেই মনে করেন এই অভ্যাস মারাত্মকভাবে শরীরের ক্ষতি করে। কিন্তু এই অভ্যাসের জেরেই রীতিমতো লাভ হতে পারে, সে কথা জানেন কি? আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি তেমনই শর্ত দিয়েছে একটি বাণিজ্যিক সংস্থা। ঠিক কী জানিয়েছে ওই সংস্থা? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: চাই ১২ ঘণ্টার ম্যারাথন সঙ্গম, দুই বান্ধবীর যৌন-চ্যালেঞ্জে রাজি হয়ে কী হাল যুবকের?
আসলে যৌনতার পাশাপাশি হস্তমৈথুন নিয়েও বিভিন্ন ট্যাবু রয়েইছে। শারীরিক আনন্দের জন্য এই অভ্যাসের নিষিদ্ধ হাতছানিতে সাড়া দেন অধিকাংশ মানুষই, কিন্তু তা নিয়ে অস্বস্তিতেও ভোগেন। যদিও বিশেষজ্ঞদের মত ঠিক উলটো। তাঁদের মতে, পরিমিত হস্তমৈথুনে শরীরের উপকারই হয়, স্ট্রেস কমে। এমনকি হস্তমৈথুনের সময় মানুষ যেহেতু একা থাকে, তাই তাঁর মতিষ্কের সৃষ্টিশীল অংশ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে যাতে খোলাখুলি কথা হয়, অনেকটা সেই কারণেই এক অভিনব ছাড়ের আয়োজন করেছে ওই বাণিজ্যিক সংস্থা। এই ‘সেক্সুয়াল ওয়েলনেস ব্র্যান্ড’-এর তরফে শর্ত দেওয়া হয়েছে, একটানা ২১ দিন ধরে প্রতিদিনই করতে হবে হস্তমৈথুন। অর্থাৎ এক দিনও বাদ দেওয়া চলবে না। আর তার বিনিময়ে মিলবে লোভনীয় পুরস্কার। শর্ত মানলেই বিনামূল্যে সেক্স টয় ব্যাগে পুরতে পারবেন প্রতিযোগীরা। এই মাস্টারবেশন ম্যারাথনের জন্য ৫০ জন স্বেচ্ছাসেবকও খুঁজছে ওই সংস্থা।
আরও শুনুন: নগ্ন হয়েই যাওয়া যায় শপিং মল, রেস্তরাঁয়! এই নগ্ন-নগরীই হানিমুনের সেরা ঠিকানা
কিন্তু কেন এহেন শর্ত বেঁধে দিয়েছে ওই সংস্থা? কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিজেকে ভালবাসলেই আসলে ভাল থাকা যায়। হস্তমৈথুনে নিজের যে আনন্দের কথা ভাবছেন কোনও মানুষ, তা তাঁর সামগ্রিকভাবে ভাল থাকাকে আরও বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া যৌনতা সম্পর্কিত কোনও অভ্যাস মাত্র তিন সপ্তাহের মধ্যেই গড়ে তোলা যায় কি না, তাও খতিয়ে দেখতে চাইছে ওই সংস্থা। আর সেই কারণেই এমন অভিনব এক ইভেন্টের আয়োজন করে বসেছে তারা।