‘যোধা আকবর’ সিনেমার সেই দৃশ্যটি মনে আছে? যেখানে বাদশা আকবরকে সোনা রুপো গয়নাগাঁটি দিয়ে ওজন করছেন তাঁর স্ত্রী, রাজকন্যা যোধাবাই। প্রায় তেমনই যেন এক ঘটনা ঘটেছে এই বিয়েতে। তবে বর নয়, কনেকে এখানে ওজন করা হয়েছে সোনা দিয়ে। কী ঘটেছে ঠিক?
বিয়ের মণ্ডপে বসে রয়েছেন কনে। পোশাকে গয়নায় সেজে উঠেছেন তিনি। সাজসজ্জার কমতি নেই। কিন্তু তাঁর আশেপাশে তাকালেই লাগবে চমক। কারণ বিয়ের বাসরের উপযুক্ত কোনও সাজানো আসনে নয়, স্রেফ একটি দাঁড়িপাল্লায় বসে রয়েছেন ওই তরুণী। আর দাঁড়িপাল্লার অন্য পাল্লাটিতে থরে থরে রাখা রয়েছে সোনার বাট। আসলে সোনা দিয়েই ওজন করা হচ্ছে তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়তেই হতবাক নেটিজেনরা। এই ঘটনার সমস্ত ভিডিওটিই যেন মনে করিয়ে দেবে বলিউডের সিনেমার দৃশ্যকেই। ভিডিওতে দেখা গিয়েছে, কিছুতেই ওজনে সমান হচ্ছিল না দুটি পাল্লা। অবশেষে বর তাঁর কোমরে বাঁধা তরোয়াল খুলে অন্য পাল্লায় রাখতেই কেল্লা ফতে। আর সেইখানেই ভিডিও-র সমাপ্তি।
আরও শুনুন: ‘পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি চলবে না’, বিয়েতে লেহঙ্গা পরায় তোপের মুখে পাক অভিনেত্রী
জানা গিয়েছে, বর কনে আদতে পাকিস্তানের মানুষ। তবে বিয়ে হয়েছে দুবাইতে। আর সেখানেই ঘটেছে এই কাণ্ড। এমনিতে পুরাণে ইতিহাসে সোনারুপো দিয়ে কাউকে ওজন করার ঘটনা নতুন নয়। পুরাণ থেকে জানা যায়, খোদ কৃষ্ণকেই নাকি একবার সোনা রুপো হিরে জহরত দিয়ে ওজন করেছিলেন সত্যভামা। কিন্তু বাস্তবে কোনও মানুষকে কি এভাবে বস্তুর সঙ্গে ওজন করে দেখা যেতে পারে? এইভাবে আসলে ওই তরুণীকে অপমান করা হচ্ছে, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের। তা ছাড়া এইভাবে ওজন করা হচ্ছে কেন, সে কথাও স্পষ্ট নয় কারও কাছেই। ওই বিপুল পরিমাণ সোনা কি তবে তরুণীর বিয়েতে পণ হিসেবে দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, বিয়েতে যদি সোনা দিয়ে মাপা হয়, তাহলে বিবাহবিচ্ছেদ হলে কি রুপো কিংবা তামা দিয়ে ওজন করা হবে?
আরও শুনুন: ১০০ সন্তানের বাবা হওয়াই লক্ষ্য! ৬০ বছরে ২৬ বার বিয়ে পাকিস্তানের ব্যক্তির
তবে ভিডিওটির ক্যাপশন দেখলে কিন্তু সব জল্পনায় জল পড়তে বাধ্য। কারণ তাতে দাবি করা হয়েছে, সোনা দিয়ে ওই তরুণীকে ওজন করা হলেও আদতে সেসব আসল সোনাই নয়। আসলে যোধা আকবর ছবির ওই বিশেষ দৃশ্যটির অনুকরণেই এমন কাণ্ড ঘটিয়েছেন নবদম্পতি। তবে এই দাবি সত্যি কি না, তা নিয়ে ধন্দে পড়েছেন নেটিজেনরাও। যাই হোক না কেন, এহেন প্রবণতাকে কোনও ভাবেই সমর্থন করা চলে না বলে একযোগে তোপ দেগেছে নেটদুনিয়া।