যৌনসুখের অভিযানে হাতের কাছে কন্ডোম মাস্ট। এ কথা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ‘ডিজিটাল কন্ডোম’ বলেও কি আদৌ কি হয়?
সুখের খোঁজে অসুখ ডেকে আনার কোনও মানে হয় না। যৌনতায় তাই আনন্দের রোশনাই থাকা যেমন জরুরি, তেমনই দরকার নিরাপত্তা। আর তাই যৌনসুখের অভিযানে হাতের কাছে কন্ডোম মাস্ট। এ কথা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ‘ডিজিটাল কন্ডোম’ বলেও কি আদৌ কি হয়? নেটদুনিয়ার সাম্প্রতিক আলোচনা জানান দিচ্ছে নিশ্চিত হয়।
সম্প্রটি এই নতুন ধরনের কন্ডোমের খোঁজ পড়েছে, চাহিদাও নাকি বাড়ছে। তার সঙ্গত কারণও আছে। আমরা এখন ডিজিটাল যুগেই বাস করি। হাতের কাছে মোবাইল না থাকলে অর্ধেক কাজকর্ম মাটি। যন্ত্রটি শুধু আর ফোনের কাজে সীমাবদ্ধ নেই। দৈনন্দিনের এত কাজের সঙ্গে জড়িয়ে যে, সেটিকে হাতছাড়া করাই দায়! এদিকে যন্ত্রের যন্ত্রণাও আছে। অনেকেই এ কথা জানি যে, মোবাইলের ক্যামেরা আর মাইক্রোফোনের বিশ্রাম নেই। মোবাইলের স্ক্রিন অফ থাকলেও, বিভিন্ন ক্ষেত্রে শব্দ বা ছবি তোলার অনুমতি যন্ত্রকে আমরাই দিয়ে থাকি। আমাদের অজান্তে সে কাজ তাই যন্ত্র অবিরাম করে যায়। তা বন্ধ করার নির্দিষ্ট নিয়মকানুন আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা করা হয় না। ফলে, যন্ত্র যন্ত্রের ধর্মে শব্দ, ছবির তালাশ করতেই থাকে। অনেকের তাই আশঙ্কা, যৌনতার সময়ও কি যন্ত্র সেই একই কাজ করে যায়? যৌনতার সময়েও যে মোবাইল যন্ত্রটি যে সচল থাকে সেই কারণেই এই আশঙ্কা, এবং তা অমূলক নয়। ডিজিটাল রেভলিউশন যেমন আমাদের বেঁচে থাকা সহজ করেছে, তেমন নানা বাধ্যবাধকতার সঙ্গেও জড়িয়ে দিয়েছে। ডিজিটাল সতর্কতা তাই এই সময়ের অন্যতম একটি বিষয়। অর্থাৎ যৌনতার সময় যেমন শারীরিক ক্ষেত্রে সতর্কতা জরুরি, তেমনই প্রয়োজনীয় ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও। আর সেই সূত্রেই জরুরি হয়ে উঠেছে ‘ডিজিটাল কন্ডোম’।
কী এই ‘ডিজিটাল কন্ডোম’? আসলে সেটি একটি অ্যাপ, যা তৈরি করেছে জার্মানির এক প্রযুক্তি সংস্থা। সংস্থাটির দাবি, এই অ্যাপ মোবাইলের ক্যামেরা আর মাইক্রোফোনের রেকর্ডিং বন্ধ করে রাখতে পারে। অর্থাৎ গোটা মোবাইলের সেটিংস ধরে ধরে চেঞ্জ না করে, শুধু এই অ্যাপটি চালু রাখলেই ক্যামেরা ও মাইক্রোফোন নিষ্ক্রিয় রাখা যায়। ফলত যৌনতার সময় অবাঞ্ছিত শব্দ বা ছবি যন্ত্রটি রেকর্ড করতে চাইলেও পারবে না।
অ্যাপটির আসল নাম CamDom, যেহেতু যৌনতার ক্ষেত্রে তা নিরাপত্তা দেওয়ার কাজ করে, তাই এটির পরিচয় ‘ডিজিটাল কন্ডোম’ হিসাবেই। সংস্থার দাবি, এই অ্যাপ একই সঙ্গে অনেকগুলি ডিভাইসের ক্ষেত্রে কাজ করতে পারে। যৌনতার মতো বিষয়ে সাবধানতা আবশ্যক। ডিজিটাল যুগে সেই সাবধানতার পরত বেড়েছে বই কমেনি! ‘ডিজিটাল কন্ডোম’ অ্যাপ সেই সুরক্ষার প্রতিশ্রুতি দেবে বলেই মনে করছে সংস্থাটি।