সাধ আছে, সাধ্য নেই। তাতে পরোয়া নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই তরুণীর। তাই সরাসরি কোভিড ফান্ড ভেঙেই নিজের শখ মেটালেন তিনি। উড়িয়ে দিলেন রিলিফের ৩ কোটি টাকা। আসুন, শুনে নেওয়া যাক তাঁর কাণ্ডকারখানার কথা।
এমনিতে বিলাসবহুল জীবনযাপন করতেই পছন্দ করেন মডেলরা। ব্যতিক্রম নন এই তরুণীও। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই খ্যাতি কুড়িয়েছেন তিনি। আর সেই নাম যশ যাতে আরও বাড়ে, তার জন্য খোলামেলা পোশাকে ছবি দিতেও আপত্তি নেই তাঁর। শৌখিন ও বিলাসী জীবনের প্রেক্ষাপটে একের পর এক ছবি দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতেও তিনি সমান আগ্রহী। আর এই বিলাসী জীবন কাটানোর চক্করেই এবার বড়সড় বিপাকে পড়লেন তিনি। সোজা কোভিড ফান্ডের বিপুল টাকা উড়িয়ে ফেললেন এই তরুণী। আর তার জেরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। আর শুধু তাই নয়, একেবারে পুলিশের হেফাজতেই ঠাঁই হয়েছে তাঁর।
আরও শুনুন: বউ চাই শীঘ্র! পদযাত্রা করে খোদ ঈশ্বরের কাছে দরবার শতাধিক অবিবাহিত যুবকের
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। আমেরিকার মায়ামি শহরে ড্যানিয়েলা রেন্ডন নামে এক তরুণী এমন কাণ্ড ঘটিয়ে বসেছেন। বছর ৩১ বয়সের ওই তরুণী পেশায় রিয়েল এস্টেট ব্রোকার। পাশাপাশি সমাজমাধ্যমের পাতায় তাঁর অবাধ আনাগোনা। নিজের সেই আকাশছোঁয়া জীবনযাপন বোঝায় রাখতেই একটি বিলাসবহুল দামি গাড়ি কিনে বসেছেন ওই তরুণী। তবে সেই গাড়ির টাকা তাঁর নিজের পকেট থেকে যায়নি মোটেও। উলটে কোভিড রিলিফ ফান্ড থেকে ৩ কোটি টাকার বেশি খরচ করে ফেলেছেন তিনি। আর শুধু গাড়িই নয়, একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ভাড়া নিয়েছেন তিনি। সঙ্গে কিনেছেন দামি দামি শৌখিন জুতো। এমনকি কসমেটিক সার্জারিতেও বেশ কিছু টাকা ব্যয় করেছেন ওই তরুণী। আর এর সবটাই এসেছে কোভিড ফান্ড থেকেই।
আরও শুনুন: বইমেলায় নজর কাড়ছে সুলেখার ‘ফিরিঙ্গী কালি’, কেন এমন নামকরণ জানেন?
জনস্বার্থে যে ক্রাউড ফান্ডিং করা হয়, তার প্রতিটি খুদকুঁড়ো খরচ করার ক্ষেত্রেও সতর্ক থাকেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারতে খোদ প্রধানমন্ত্রীর কোভিড ফান্ড নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। আর সেখানে কোনও প্রশ্নের কথা না ভেবেই স্রেফ নিজের শখ শৌখিনতা মেটাতেই ফান্ড থেকে ওই বিপুল পরিমাণ টাকা উড়িয়ে দিয়েছেন এই তরুণী। তবে শেষরক্ষা হয়নি। তহবিল তছরুপ, টাকা চুরি, জালিয়াতি, এমন একাধিক অভিযোগে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে তাঁর নামে। যা প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত জেলের সাজা ভোগ করতে হবে ওই তরুণীকে।