ব্যস্ততায় গল্প পড়ার সময় মিলছে না কিছুতেই! অবসর পেলে তাই গল্প শুনতে ইচ্ছে করে? আপনার জন্য হপ্তাশেষের গল্প নিয়ে হাজির ‘সংবাদ প্রতিদিন শোনো’।
এই গল্প দুই বোনের। চোরা হিংসে, একে অপরকে ছাপিয়ে যাওয়া, প্রতিদ্বন্দ্বিতা সে সব তো আছেই। আর তার ভিতর দিয়েই পৌঁছনো জীবনের এক উন্মুক্ত প্রান্তরে। সেই সঙ্গে ছুঁয়ে দেখা হারানো সময়। এ গল্প সেই তখনকার যখন কোশ্চেন পেপারকে আমরা বলতাম প্রশ্নপত্র। সংবাদ প্রতিদিন শোনো-য় শুনুন প্রতিভা সরকারের গল্প ‘সহোদরা’।
পাঠ চৈতালী বক্সী , আবহ শঙ্খ বিশ্বাস , শব্দগ্রহণ অভী ভট্টাচার্য
কৃতজ্ঞতা: সৃষ্টিসুখ