বয়স মাত্র ১০। এখনই বিশ্বের ৫০টা দেশে ঘোরা হয়ে গিয়েছে খুদের। তবে এর জন্য একদিনও স্কুল কামাই করতে হয়নি তাকে। এমনটা কীভাবে সম্ভব? আসুন শুনে নিই।
বিশাল এই পৃথিবী। কত দেশ, কত রাজ্য। ভাষা, সংস্কৃতি সবতে কতই না বৈচিত্র। সেসব ঘুরে দেখার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু ইচ্ছা থাকলেই তো হল না, থাকতে হবে সামর্থ্য। তাই গল্পের বই, সিনেমা কিংবা ছবি দেখে, পৃথিবী ঘোরার আশ মেটায় তারা। কিন্তু মাত্র ১০ বছর বয়সেই পৃথিবীর একাধিক দেশে ঘুরে ফেলেছে এক খুদে।
আরও শুনুন: চাঁদে যায় চন্দ্রযান, দম্পতিরা মধুচন্দ্রিমায়! যুগলের ভ্রমণের সঙ্গে চাঁদের যোগ কোথায়?
কথা বলছি অদিতি ত্রিপাঠি সম্পর্কে। ভারতীয় বংশোদ্ভূত এই খুদে লন্ডনের বাসিন্দা। প্রতি বছর বাবা-মায়ের সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সে ঘুরতে যায়। ইতিমধ্যেই ইউরোপের অধিকাংশ দেশ ঘোরা হয়ে গিয়েছে তার। তালিকায় নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো একাধিক দেশ রয়েছে। আসলে এই ঘোরার শখ মূলত অদিতির বাবা মায়ের। প্রতিবছর স্রেফ ঘোরার জন্য ২১ লক্ষ টাকা খরচ করেন তাঁরা। বিশ্বজুড়ে যে ভাষা- সংস্কৃতির বৈচিত্র, তা সামনে থেকে উপলব্ধি করার টানেই তাঁরা ঘুরতে বেড়োন। বছরে অন্তত ১২টি জায়গা যেতেই হবে। এই হিসাবে বছরভর টাকা জমান তাঁরা। যার জন্য রীতিমতো কৃচ্ছসাধন করতে হয় তাঁদের। যেদিন খুশি রেস্তোরাঁয় খেতে যাওয়া, কিংবা ইচ্ছা হলেই শপিং করা, এসব প্রায় কিছুই করতেন না তাঁরা। এই অভ্যেস রয়েছে অদিতিরও। ঘুরতে যাওয়ার নেশায় এই বয়সেই বুঁদ হয়ে থাকে সে। মাত্র ৩ বছর বয়সে প্রথমবার বাবা-মায়ের হাত ধরে বিদেশ ভ্রমণ। সেই ধারা এখনও বজায় রয়েছে।
আরও শুনুন: কান্না বলে কান্না! গিনেস বুকে নাম তুলতে টানা ৭ দিন অঝোরে চোখের জল ফেললেন যুবক
কিন্তু এর জন্য এতদিনে একবারও স্কুল কামাই করেনি অদিতি। অধিকাংশ স্কুলেই সপ্তাহে দুদিন ছুটি থাকে। সেই হিসেবে শুক্রবার রাতে জিনিসপত্র গুছিয়ে বিদেশভ্রমনএ বেরিয়ে পড়ত ত্রিপাঠি পরিবার। আর সোমবার সকালের মধ্যেই তারা ফের বাড়িতে হাজির। তাই স্কুলে কামাইয়ের কোনও ব্যাপার নেই। এর মধ্যে ভারতেও ঘুরতে এসেছে অদিতি। তবে তার বরাবরের পছন্দ নেপাল। সেখানকার পরিবেশ, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু দেখেই মুগ্ধ হয় সে। আগামী দিনে এইভাবে পৃথিবীর সবকটা দেশই ঘুরে ফেলতে চায় অদিতি। তার বাবা-মায়েরও অবশ্য সে ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে। সব দেশ ঘোরার পর আরও কত কি অভিজ্ঞতার মালিক সে হবে, তা ভেবেই রোমাঞ্চিত অদিতি।