মানুষ আত্মহত্যা করে। এমন খবর শোনা যায় মাঝেমধ্যেই। কিন্তু যন্ত্রও কি আত্মহত্যা করে? সম্প্রতি এক রোবটকে ঘিরে তেমনই আশঙ্কা করছেন সকলে।
মানুষের আত্মহত্যার খবর শোনা যায় হামেশাই। কাজের চাপেই হোক কি জীবনের প্রতিকূল বাঁকে এসে, নানা কারণেই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। মৃত্যু মাত্রেই দুঃখের, তবে নিজে হাতে নিজের জীবন শেষ করে দেওয়ার ঘটনা যেন আরও একটু বেশি ধাক্কা দিয়ে যায় আমাদের। তবে যদি এমন হয় যে সেই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে কোনও মানুষ নয়, একটি রোবট?
আরও শুনুন:
পুলিশের ঘুম ছুটিয়েছিল কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার
কী ভাবছেন, এমনটাও আবার হয় নাকি! কিন্তু সত্যিই ঘটেছে এ ঘটনা। দক্ষিণ কোরিয়ায় প্রথমবার রোবটের ‘আত্মহত্যা’-র কথা শোনা গিয়েছে। জানা গিয়েছে, দেশটির গুমি সিটি কাউন্সিলে প্রশাসনিক কাজে নিযুক্ত ছিল ওই রোবটটি। কাউন্সিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝখানে ভাঙাচোরা অবস্থায় রোবটটিকে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার আগে রোবটটিকে সেখানে হন্তদন্ত হয়ে কিছু খুঁজতে দেখা গিয়েছিল। তারপর সে নিজেই সিঁড়ি থেকে ঝাঁপ দেয় বলে জানিয়েছেন তাঁরা। দু মিটার উঁচু সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর রোবটটি ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও শুনুন:
কিশোরীদের রক্তে স্নান, ৬০০ জনকে খুন, কুখ্যাত মহিলা সিরিয়াল কিলারের রুদ্ধশ্বাস গল্প
রোবটের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গুমি সিটি কাউন্সিলে। গুমি সিটি কাউন্সিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মূলত শহরের নাগরিকদের বিভিন্ন তথ্য দেওয়া এবং কাগজপত্র আনা নেওয়ার কাজ করত ওই রোবট। সিটি কাউন্সিলে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত কাজ করত এই রোবট। অন্য রোবটগুলো যে কোনও একটি তলায় কাজ করলেও, এই বিশেষ রোবটটি নিজে নিজেই লিফটের মাধ্যমে বিভিন্ন তলায় যেতে পারত। ফলে একে দিয়ে গোটা বহুতলে কাজ করানো সম্ভব ছিল। ঠিক কী কারণে যে এহেন ঘটনা ঘটল, তা এখনও বুঝে উঠতে পারছেন না কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় খানিক হতাশার সুরেই কেউ কেউ বলে বসেছেন, হয়তো অতিরিক্ত কাজের চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই রোবট, যেমনটা নিয়ে থাকেন কোনও কোনও মানুষও।