পাকিস্তানেরও যদি একজন মোদি থাকতেন! আশা জারি রাখছেন পাক ব্যবসায়ী। কেন ভারতের প্রধানমন্ত্রীর মতোই কোনও নেতা পাওয়ার আশা তাঁর? শুনে নিন।
এমন কেন সত্যি হয় না আহা! এ আক্ষেপ তো জীবনের নানা ক্ষেত্রে, নানা বিষয়েই আমরা করে থাকি। তেমনই আক্ষেপের সুর এই পাক ব্যবসায়ীর গলাতেও। তবে নিজের জন্য নয়, দেশের জন্য। পাকিস্তানে কেন মোদির মতো একজন নেতা নেই, তা নিয়েই আক্ষেপ পড়শি দেশের ব্যবসায়ী সাজিদ তারার।
আরও শুনুন:
হিন্দু-মুসলিম প্রসঙ্গ টানেনইনি! মোদির কথা কি তবে ভুল বুঝেছে মানুষ?
জন্মসূত্রে পাকিস্তানি হলেও, সাজিদ অবশ্য ১৯৯০ সালের দিকেই পাড়ি জমিয়েছেন আমেরিকায়। কিন্তু তা হলেও, দেশের বর্তমান পরিস্থিতি আর পড়শি দেশ ভারতের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ রাখেন তিনি। আর সেইসব দেখেই নরেন্দ্র মোদির বিপুল ভক্ত হয়ে উঠেছেন এই ব্যক্তি। সেই মুগ্ধতাই উজাড় করে দিয়েছেন তিনি। এই ব্যবসায়ীর খোলা দাবি, নরেন্দ্র মোদি একজন শক্তিশালী নেতা এবং তিনিই ভারতকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মোদি যে চলতি লোকসভা ভোটেও জিতে তৃতীয়বারের জন্য মসনদে ফিরবেন, তা নিয়েও তাঁর কোনও সংশয় নেই। তবে পাকিস্তানও যদি এমন কোনও নেতা পেত, আরও বেশি খুশি হতেন বলে জানিয়েছেন সাজিদ।
এই পাক-মার্কিন ব্যবসায়ীর মতে, মোদি যে কেবল ভারতেরই উন্নতি করেছেন তা নয়। ভারত ও ভারতসংলগ্ন দেশগুলি, এই গোটা এলাকা, এবং সমগ্র বিশ্বের কল্যাণের পক্ষেও এমন একজন নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ, বলছেন তিনি। মোদির আরও প্রশংসা করে তিনি বলছেন, কঠিন সময়েও মোদি পাকিস্তান সফরে গিয়েছেন, এর জন্য নিজের রাজনৈতিক মূলধনকেও তিনি সংকটে ফেলতে ভাবেননি। সুতরাং মোদি খুব শীঘ্রই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে গিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করবেন, এমনটাই আশা এই ব্যবসায়ীর।
আরও শুনুন:
যৌন হেনস্তার অভিযোগ, অ্যাথলিটদের এত আন্দোলন, তবু ভোটপ্রচারে স্বমহিমায় সেই ব্রিজভূষণ
আসলে পাকিস্তানের অভ্যন্তরে যদি শান্তি বজায় থাকে, তা পাকিস্তানের নিজের জন্য তো ভালোই, এমনকি ভারতের জন্যও ভালো। এমনিতেই আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদের জন্য বারে বারেই নিশানায় পড়ে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে দুই দেশের দ্বন্দ্বও চলেই আসছে। অথচ রাজনৈতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়ে পাকিস্তানের অর্থনীতির কোনও উন্নতি ঘটছে না, তার জনজীবনও বিপর্যস্ত হচ্ছে। মোদির মতো কোনও নেতা শক্ত হাতে হাল ধরলে তবেই এই পরিস্থিতির বদল হত, এমনটাই মনে করেন পাক ব্যবসায়ী। আর সেই কারণেই নরেন্দ্র মোদির মতো একজন নেতা পাক তাঁর দেশও, দেশের মঙ্গলের কথা ভেবেই এই আশা জিইয়ে রাখছেন তিনি।