যত পুরুষের সঙ্গেই মিলন হোক, প্রতি মিলনের পরে আবার কুমারী হয়ে যাবেন এই তরুণী। মহাভারতে কুন্তীকে এমনই বর দিয়েছিলেন দুর্বাসা মুনি। এই তরুণী তেমন কোনও বর পেয়েছেন কি না জানা নেই, তবে তাঁরও দাবি যে তিনি এখনও কুমারী। এদিকে পেশায় তিনি একজন পর্ন তারকা। ফলে এই দাবি শুনে চক্ষু চড়কগাছ তাঁর ভক্তদের। আসুন, শুনে নেওয়া যাক।
পেশায় পর্ন তারকা এই তরুণী। পেশার খাতিরেই একাধিক পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠতে হয় তাঁকে। কিন্তু তারপরেও নাকি তিনি কুমারী, এমনটাই দাবি ওই অভিনেত্রীর। আর সেই দাবি শুনেই চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা।
আরও শুনুন: ৬ ঘণ্টার রেকর্ড যৌনতা পর্ন তারকার, নীল দুনিয়ায় ভাল পারফরমেন্সে মেলে পুরস্কারও
আসলে এই পেশায় যে রূপ যৌবনের দামই সবচেয়ে বেশি, তা তো আর বলার অপেক্ষা রাখে না। কুমারী নারী, অর্থাৎ যে আগে কখনও যৌনতায় লিপ্ত হয়নি, এমন নারীর প্রতি বেশি আকর্ষণ থাকে অনেক পুরুষেরই। আর এই প্রবণতাকেই আসলে কাজে লাগিয়েছেন ওই তারকা। কেরোলে শেভস নামের ২১ বছর বয়সি ওই অভিনেত্রী জানিয়েছেন, যৌন পেশায় নতুন নন তিনি। কিন্তু তার পরেও তিনি কুমারীই রয়ে গিয়েছেন। এমনিতেই পর্ন সাইটের উত্তাপ বাড়ায় তাঁর লাস্যময়ী ছবি। কখনও বিকিনি, কখনও বা মনোকিনি, কখনও বা নানারকমের খোলামেলা পোশাকে ভক্তদের সামনে হাজির হন তিনি। সেইসব ছবিতে একাধিক অনুরাগী মন্তব্য করেছেন যে, কোনও নারীর মধ্যে পুরুষ যা চায় তার সবই নাকি রয়েছে এই তরুণীর। আর সেই চাওয়ার তালিকাতেই আরও একটি বিষয় অনায়াসেই যোগ করে ফেলেছেন এই তারকা। কুমারী থাকার কথা বলে যে তিনি অনুরাগীদের বুকে আরও একটু ঝড় তুলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু কী করে সম্ভব এমনটা?
আরও শুনুন: সঙ্গম-দৃশ্যে হাজির ৯০০ বার, পড়েছেন মৃত্যুর মুখেও! অভিজ্ঞতার ঝাঁপি খুললেন পর্ন-তারকা
না, কোনও দেবতা কিংবা মুনি ঋষি এসে তাঁকে বর দিয়ে যাননি মোটেই। আসলে এই ঘটনা সম্ভব হয়েছে একেবারেই বিজ্ঞানের সাহায্যে। ওই পর্ন তারকা জানিয়েছেন, আসলে সার্জারি করেছিলেন তিনি। যৌন মিলনের ফলে কোনও নারীর হাইমেনটি ছিঁড়ে যায়। যদিও যৌনতা ছাড়াও নানা কারণে এই হাইমেন ছিঁড়ে যাওয়া সম্ভব, তবে হাইমেন থাকা নারীকেই চলতি কথায় কুমারী বলা হয়। এই তরুণীও সেই অর্থে কুমারী ছিলেন না। কিন্তু তারপরে ভার্জিনিটি রিকভারি সার্জারি করে ফের হাইমেন ফেরত আনেন তিনি। আসলে এমন অনুরোধ এসেছিল এক পুরুষের কাছ থেকেই। এক অনুরাগীই আসলে ওই অভিনেত্রীকে এই সার্জারি করার জন্য দাবি জানান। আর তাঁর দাবিতে সাড়া দিয়েই ফের কুমারী অবস্থায় ফিরে এসেছেন তিনি, এমনটাই দাবি ওই পর্ন তারকার।