ভুল বলে ভুল! স্ত্রী নাকি ঘরের ভিতরে আছেন, আর তাই তিনি ঢুকে পড়েছেন অন্য মহিলার ঘরে। তা-ও একেবারে নগ্ন অবস্থায়। তা সে ভুলের কী খেসারত দিতে হল ব্যক্তিকে? আসুন শুনে নিই।
ঘরে ঢুকে অচেনা ব্যক্তিকে দেখে চমকে গিয়েছিলেন দুই মহিলা। তা চমকাবার মতো ঘটনাই বটে। কেননা ব্যক্তি শুধু অচেনাই নন, নগ্ন অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তিনি। ফ্লোরিডার এক যুবকের ঘটনা রীতিমতো চমকে দিয়েছে সকলকে।
আরও শুনুন: বাড়ি ভাঙতে নয়, মেয়ের সংসার গড়তে বুলডোজার উপহার পাত্রীর বাবার
শুধু যে নগ্ন হয়ে ওই যুবক অন্য মহিলার ঘরে ঢুকেছিলে তাই-ই নয়। জিজ্ঞাসাবাদের সময় তার কারণ যখন জানা গেল তখন চোখ কপালে ওঠার জোগাড়। যুবকের দাবি, তিনি নাকি তাঁর স্ত্রীকে খুঁজতেই সেই ঘরে ঢুকেছিলেন। তা কে তাঁর স্ত্রী? যুবকের উত্তর, দুজনের মধ্যে কোনও একজন। কিন্তু কোনজন যে তাঁর স্ত্রী তা নিশ্চিত করে চিনতে পারছেন না তিনি। আজব এই উত্তরে বিরক্ত পুলিশ অফিসাররা। হ্যাঁ, যুবককে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতেই। দুই মহিলা ঘরে ঢুকে যখন যুবককে নগ্ন অবস্থায় দেখতে পান, তখুনি তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। মিনিট পনেরো পরে যুবকও ঘর থেকে বেরিয়ে আসে। আর মহিলাদের অভিযোগ অনুযায়ী, পুলিশ তাঁকে পরে পাকড়াও করে।
আরও শুনুন: পরীক্ষায় নকলের অভিযোগে বিদ্ধ যমজ বোন, খারিজ হতেই মিলল ১২ কোটি ক্ষতিপূরণ
মহিলাদের বয়ান অনুযায়ী, ওই যুবক তাঁদের সম্পূর্ণ অপরিচিত। আর যুবকের দাবি, স্ত্রী ভিতরে আছে ভেবেই তিনি ওই ঘরে ঢুকে পড়েছিলেন। দুরকম উত্তরের জেরে ধন্দে পড়ে যায় পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যুবক ওই ঘর থেকে বেরিয়ে আসছেন। তখন তাঁর পরনে সবুজ অন্তর্বাস। এমনকী ওই অ্যাপার্টমেন্টের বাইরে সামান্য ভাঙচুরও চালায় সে। যুবকের গতিবিধি যে বেশ সন্দেহজনক তা নিয়ে আর কোনও সংশয় থাকে না। এরপরই তার ব্যাপারে খোঁজখবর করতে শুরু করে পুলিশ। আর জানতে পারে, কোথায় স্ত্রী! যুবকের বিয়েই হয়নি। এরপর যুবকের অভিসন্ধি পুলিশের কাছে জলের মতোই স্পষ্ট হয়ে যায়। তখনই যুবকটিকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী ঘরের মধ্যে আছে, কিংবা স্ত্রীকে চিনতে পারছেন না, সবই আসলে যুবকের অজুহাত। যুবকের ভুল যে নেহাত ভুল নয়, তা তো বোঝাই গিয়েছে। অতএব অনধিকার প্রবেশ এবং সম্পত্তি নষ্টের অভিযোগে এখন শ্রীঘরই ঠিকানা ওই যুবকের।