রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা। প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী, নিজেই গেট থেকে আনলেন ব্যান্ড। দেশজুড়ে পালিত ৭৬তম সাধারণতন্ত্র দিবস। কর্তব্যপথে সমরশক্তি প্রদর্শন ভারতীয় সেনার। বাংলার ট্যাবলোয় সংস্কৃতির ছোঁয়া, বার্তা নারী ক্ষমতায়নেরও। কলকাতার গুলশন কলোনিতে তল্লাশি চালাবে পুলিশ। বাঁকুড়ার লোকালয় লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ। বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সাধারণতন্ত্র দিবসে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। রাজভবন চত্বরে দাঁড়িয়েই ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নিজে গিয়ে গেট থেকে ব্য়ান্ডকে ভিতরে নিয়ে আসেন তিনি। প্রতিবছরের মতো রীতি মেনে সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা-চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে সস্ত্রীক প্রস্তুত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ সেই সময়ই রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ব্যান্ডকে। ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। নিজে গিয়ে রাজভবনের ভিতরে নিয়ে আসেন কলকাতা পুলিশের ব্যান্ডকে। পরবর্তীতে অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। আবার শুরু হয় জাতীয় সংগীত। এদিন বেশ কিছুক্ষণ রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। তবে কী কথা হল, তা এখনও জানা যায়নি। এদিকে, কড়া নিরাপত্তায় রেড রোডে পালিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে রোবো-কুকুর ‘সঞ্জয়’। বহুমুখী কাজ করা এই যন্ত্র, অন্তত ১০০টি আছে ভারতীয় সেনাবাহিনীতে। কলকাতার কুচকাওয়াজে তাকেই বিশেষ গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হল।
2. দেশজুড়ে পালিত হল ৭৬তম সাধারণতন্ত্র দিবস। রাজকীয় সাজে সেজেছিল দিল্লির কর্তব্যপথ। এবারের থিম ‘স্বর্ণিম ভারত- ঐতিহ্য এবং বিকাশ। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ পাগড়িতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন সোশাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’ প্রধানমন্ত্রীর ভাষণে সরাসরি রাজনীতির উল্লেখ না থাকলেও তাঁর বার্তায় একাধিকবার সংবিধানের উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিবারের মতো এবারও সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সমরশক্তি দেখাল ভারত। গড়গড়িয়ে ছুটল টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক। শক্তি দেখাল বিএমপি সারথ ইনফ্যান্টি ভেহিক্যালও। আকাশের বুক চিড়ে উড়ল অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, তেজস, রাফালে। বিশেষ আকর্ষণ হিসেবে কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়ার সেনা। পাশাপাশি নজর কাড়ল বাংলার ট্যাবলো। এবারে বাংলার ট্যাবলো সাজানো হয়েছিল টেরাকোটার মন্দির, ছৌ নাচ, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে। সঙ্গে বাউল-লোকসঙ্গীতে মেতে ওঠে কর্তব্যপথ। উত্তরপ্রদেশের ট্যাবলোয় ধরা পড়ল মহাকুম্ভের প্রচার। সবমিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।