চলতি বছরে 70 বছর বয়স হল মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টির। এইসঙ্গে তিনি তাঁর সিনে-জীবনের 50 বছর পূর্ণ করলেন। এই উপলক্ষে শিল্পী দ্য ভিঞ্চি সুরেশকে দিয়ে অভিনব মোবাইল-পোর্ট্রেট গড়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন অভিনেতার এক ভক্ত। 20 ফুটের পোর্ট্রেট গড়তে লেগেছে 600টি মোবাইল ও কয়েক হাজার মোবাইল অ্যাকসেসারিজ।
কয়েক-শো মোবাইল ফোন দিয়ে কিংবদন্তি অভিনেতার বিরাট পোর্ট্রেট? সে আবার কেমন? তাও আবার হয় না-কি?
হ্যাঁ হয়, এক্ষেত্রে তো হয়েছে। এমনিতে পোর্ট্রেট বা মুখাবয়বের চিত্রকলার রকমফের দেখতে অভ্যস্ত আমরা। সাদামাটা তেল রং-এ আঁকা লিওনার্দো দ্য ভিঞ্চির বিশ্ববিখ্যাত পোর্ট্রেট মোনালিসাকে নিয়েও তো কত রহস্য! প্রশ্ন হল, মোনালিসা ছবিতে হাসছে না কাঁদছে? মোনালিসা পুরুষ না নারী? মোনালিসা কি কিংবদন্তি শিল্পী ভিঞ্চি নিজেই? অন্য দিকে চাল, ডালের দানার মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্যানভাসে পোর্ট্রেট এঁকে মাঝে মাঝেই তাক লাগিয়ে দেন কোনও কোনও শিল্পী। ওড়িশার স্যান্ড আর্টিস্ট বা বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক তো সমুদ্র তীরে সৈকতবালি দিয়ে অপূর্ব সব পোর্ট্রেট গড়ে চমকে দেন তাঁর গুণগ্রাহীদের। তাই বলে মোবাইল ফোনের পোর্ট্রেট গড়ে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ? বিষয়টা ঠিক কেমন?
আরও শুনুন: ভ্যাকসিনের ভায়াল দিয়ে ঝাড়বাতি তৈরি করে তাক লাগালেন নার্স
দক্ষিণী ছবির, আরও ভাল করে বললে মালয়ালম ছবির কিংবদন্তি অভিনেতা মামুট্টি। একথা সিনেমাপ্রেমী বাঙালিরও জানা। তবে যেটা জানা নাও থাকতে পারে, তা হল, এই 7 সেপ্টেম্বরে 70 বছর বয়স হল মামুট্টির। এইসঙ্গে তিনি তাঁর সিনে-জীবনের 50 বছর পূর্ণ করলেন। বড় মানুষের জীবনের বড় মুহূর্ত বলা বাহুল্য। সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই তারকা অভিনেতার প্রতি জনৈক ভক্তের শ্রদ্ধার্ঘ অভিনব মোবাইল ফোনের পোর্ট্রেট। যা আকারেও কিন্তু বিরাট। তার মানে অনেক অনেক ফোন লেগেছে নিশ্চয়ই?
এক্কেবারে তাই। 20 ফুটের পোর্ট্রেট তৈরি করতে লেগেছে 600টি মোবাইল ফোন ও 6 হাজার মোবাইল অ্যাকসেসারিজ। এই কাণ্ড যে শিল্পী করেছেন তিনিও এক ভিঞ্চি। তাঁর নাম দ্য ভিঞ্চি সুরেশ। সুরেশ জানালেন, মূল উদ্যোগ তাঁর নয়, বরং এক মোবাইল ফোনের দোকানের মালিক মামুট্টির পাগল ভক্ত আনাসের।
আরও শুনুন: প্রতি ১২ বছরে ফোটে একবার, এবছর পাহাড় ছাইল সেই নীলকুরিঞ্জি ফুলে
আনাসের দোকানের যাবতীয় স্টক ব্যবহার করেই একটু একটু করে ফুটে উঠেছে কিংবদন্তি অভিনেতার পোর্ট্রেট। ভক্তটি অবশ্য নিজেকে আড়ালেই রেখেছেন। তবে ভক্তের অভিনব শ্রদ্ধা, শিল্পীর ব্যতিক্রমি কাজ রাখা আছে সর্বসাধারণের জন্যে। রাখা আছে কেরলের ত্রিসুরের কেবিজ দুর্বার কনভেনশন সেন্টারে। চাইলে যে কেউ তা দেখতেই পারেন।