পুরনো লেন্স খোলার প্রশ্ন নেই। সকালে ঘুম ভেঙে আগের লেন্সের উপরেই নতুন লেন্স চাপিয়ে নিতেন এই মহিলা। যার ফলে এই মহিলার চোখের ভিতরেই জমে গিয়েছিল লেন্সের পাহাড়। আর তার জন্যই শেষমেশ অপারেশন টেবিলে উঠতে হল তাঁকে। আসুন, শুনে নেওয়া যাক।
দীর্ঘদিন ধরে পুরনো লেন্স চোখ থেকে খোলা হয়নি। অথচ রোজই পরা হয়েছে নতুন লেন্স। এর ফলে যে তাঁর শরীরে কী ভয়ংকর প্রভাব পড়ছে, তা বোধহয় কল্পনাও করেননি ওই মহিলা। টের পেলেন, যখন এই ঘটনার জেরে সোজা অপারেশন টেবিলে উঠতে হল তাঁকে। তাঁর চোখ থেকে একটি দুটি নয়, গুনে গুনে ২৩টি লেন্স বের করলেন চিকিৎসকেরা। ওই অপারেশনের ভিডিও শেয়ার করেছেন এক চিকিৎসকই। যেখানে দেখা যাচ্ছে, খুব সাবধানে এক বিশেষ পদ্ধতিতে চোখ থেকে বের করা হচ্ছে লেন্স। ভিডিওটির ক্যাপশনেই এই ঘটনার কথা সবিস্তারে জানিয়েছেন ওই চিকিৎসক।
আরও শুনুন: শারীরিক পরীক্ষার ছুতোয় ১৩ বছরের কিশোরীর জরায়ুতে গর্ভনিরোধক স্থাপন, ভুক্তভোগী আরও অনেকেই
কী ঘটেছে ঠিক?
ক্যালিফোর্নিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর কাছে অদ্ভুত এক সমস্যা নিয়ে হাজির হন এক মহিলা। মহিলার দাবি ছিল, তাঁর চোখে নাকি পুরনো লেন্স জমে আছে। কারণ দীর্ঘ ২৩ দিন ধরে ঘুমানোর আগে চোখ থেকে পুরনো লেন্স খুলতে বেমালুম ভুলে গেছেন তিনি। অথচ রোজ সকালে ঘুম থেকে উঠেই পরেছেন নতুন লেন্স। ফলত চোখের মধ্যেই জমে গিয়েছে পুরনো ২৩টি লেন্স। এমন সমস্যার কথা শুনে অবাক হয়ে যান ওই চিকিৎসক নিজেই। পরামর্শ দেন অপারেশন করানোর। সেই অপারেশনের কথাও নিজেই লিখেছেন ওই চিকিৎসক। যেহেতু লেন্সের মধ্যে সামান্য পরিমাণে হলেও আঠা জাতীয় পদার্থ দেওয়া থাকে, তাই চোখের মধ্যে থাকা ওই ২৩টি লেন্স একসঙ্গে জুড়ে যায়। এদিকে চোখের মতো নমনীয় অঙ্গে সামান্য অসাবধানতার জেরেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। এমনকি দৃষ্টিহীন হওয়ারও সম্ভাবনা থাকতে পারে বলেই জানিয়েছিলেন ওই চিকিৎসক। তাই অতি সাবধানে তাঁকে করতে হয় ওই অপারেশনটি।
আরও শুনুন: যৌনাঙ্গে ক্ষতির আশঙ্কায় মেয়েদের প্রবেশ নিষেধ থিম পার্কে, আর কোথায় কোথায় রয়েছে এহেন নিষেধাজ্ঞা?
মহিলার কাণ্ডের কথা জানিয়ে নেটনাগরিকদের রীতিমতো সতর্ক করেছেন চিকিৎসক। আর তা দেখে অবাক নেটিজেনরাও। মহিলা চোখের মধ্যে লেন্স রেখে বিশ্বরেকর্ড গড়তে চাইছিলেন কি না, এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তাঁদের কেউ কেউ। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও।