রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি নিজের টিভি চ্যানেলে সঞ্চালনা করার দায়িত্ব পেয়েছিলেন এক সাংবাদিক। কিন্তু ১৪ ঘণ্টা ধরে সেই পর্বের কভারেজ সামলাতে গিয়ে শেষমেশ ঘুমিয়েই পড়লেন তিনি। আর সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। আসুন, শুনে নেওয়া যাক।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, তেমন তেমন গুরুত্বপূর্ণ ইভেন্ট হাজির হলে তাঁরা যে নাওয়াখাওয়ার সময়টুকুও পান না, সে কথা সকলেই জানে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তেমনভাবেই একটানা কভারেজে ব্যস্ত ছিলেন বিশ্বের অগণিত সাংবাদিক। তাঁর অন্ত্যেষ্টির দিনের লাইভ কভারেজ সামলাতে গিয়ে শেষমেশ ঘুমিয়েই পড়লেন তাঁদের মধ্যে একজন।
আরও শুনুন: চার সন্তান, তবু অন্তঃসত্ত্বা অবস্থার ছবি নেই রানির… নেপথ্যে কী কারণ?
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
মৃত্যুর পর থেকেই সংবাদমাধ্যম জুড়ে চর্চায় কেবলই রানি দ্বিতীয় এলিজাবেথ। বিগত কয়েকদিনে তাঁর সারাজীবনের ঝলক দেখেছেন গোটা বিশ্বের মানুষ। আর মৃত্যুর পর কীভাবে সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্যের আয়োজন, টানা কয়েকদিন ধরে তার সম্পূর্ণ বিবরণ দেখা গিয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায়। বিশেষ করে ১৯ সেপ্টেম্বর, ১১ দিনের রাষ্ট্রীয় শোক শেষে যেদিন রাজকীয় সমাধিস্থলে রানিকে সমাধি দেওয়া হল, সেই দিনটির সমস্ত অনুষ্ঠানই সরাসরি দেখানো হয় বিশ্বের মোট ১২৫টি সিনেমা হলে। আর এই গুরুত্বপূর্ণ দিনটিতেই শেষকৃত্যের লাইভ টেলিকাস্ট সামলাতে গিয়ে ঘুমিয়ে পড়েন সঞ্চালক এলিসন ল্যাংডন।
আরও শুনুন: সিডনিতে কাচের বাক্সে সযত্নে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের চিঠি, খোলা হবে আরও ৬৩ বছর পরে
অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলের সঞ্চালক এলিসন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বাকিংহাম প্যালেসে এসে রানি এলিজাবেথের শেষকৃত্যের সাক্ষী থাকা সত্যিই সৌভাগ্যের বিষয়।’ ওই চ্যানেলের সকালের অনুষ্ঠানের জন্য রানির অন্ত্যেষ্টি ক্রিয়ার লাইভ টেলিকাস্ট করছিলেন তিনি। রানিকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। ছিল দু’হাজারেরও বেশি অতিথি-অভ্যাগতের ভিড়। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রাষ্ট্রীয় মর্যাদায় রানির কফিন বয়ে নিয়ে যান রয়্যাল গার্ডরা। এরপর ওয়েলিংটন গির্জা, উইন্ডসর ক্যাসেল ঘুরে, সেন্ট জর্জ চ্যাপেল পরিক্রমা করে রাজপরিবারের ব্যক্তিগত সমাধিস্থলে ‘ডিউক অফ এডিনবরা’ অর্থাৎ প্রিন্স ফিলিপের পাশে সমাধিস্থ করা হয় রানিকে। বলাই বাহুল্য, ওই হেভিওয়েট অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটির দিকে কড়া নজর রেখে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করতে হয়েছিল এলিসনকে। দীর্ঘ ১৪ ঘণ্টার শিফ্টের শেষে একটি ভাঁজ করা জ্যাকেটের উপর মাথা রেখে শেষমেশ ঘুমিয়েই পড়েন তিনি। সেই ছবিই ক্যামেরাবন্দি হয়ে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এলিসন নিজেও শেয়ার করেছেন ওই ছবি। সঙ্গের ক্যাপশনে এ কথাও বুঝিয়ে দিয়েছেন, ১৪ ঘণ্টার পরিশ্রমের দরুন সবকিছু ঠিকমতো মিটেছে। আর কাজের সাফল্যের পর যে তিনি বিশ্রাম নিতেই পারেন, সে কথাই বুঝিয়ে দিয়েছেন ওই সঞ্চালক।