মাঝরাত অবধি পার্টি। সেখানে আকন্ঠ মদ্যপান। তারপর উদ্দাম যৌনতা। শুধু সিনেমার দৃশ্য নয়, বাস্তবেও এই অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু জানেন কি, এর থেকে হতে পারে মারাত্মক ক্ষতি! এমনকি চিরতরে যৌনক্ষমতাও হারিয়ে যেতে পারে। কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা? আসুন শুনে নিই।
যৌনতার সময় চাই আরও উত্তেজনা। তাই সঙ্গমের আগে মদ্যপানের অভ্যাস রয়েছে অনেকেরই। সিনেমাতেও এমনটা হামেশাই দেখা যায়, আকন্ঠ মদ্যপান করে উদ্দাম যৌনতায় মেতে উঠছেন যুগল। বাস্তবেও অনেকেরই এই অভ্যাস রয়েছে। পার্টি হোক বা না হোক, অভ্যাসমতো মদ্যপানের পরই যৌনতায় মেতে ওঠেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞদের মতে এর থেকে হতে পারে মারাত্মক বিপদ। এমনকি চিরতরে যৌনক্ষমতাও হারানোর আশঙ্কা রয়েছে।
আরও শুনুন: তৃপ্তির আগেই শেষ যৌনতা! সময় বাড়াতে কার্যকর হতে পারে হস্তমৈথুন
সমীক্ষা বলছে নিয়মিত মদ্যপানের জেরে অধিকাংশ পুরুষেরই যৌনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। নিজেরও, আর তাঁর সঙ্গিনীরও। প্রাথমিকভাবে মদ্যপানের পর শরীর গরম হয়। সেক্ষেত্রে যৌন উদ্দীপনাও আসতে পারে। কিন্তু সঙ্গীকে তৃপ্ত করার ক্ষেত্রে স্রেফ ওই সাময়িক উত্তেজনা যথেষ্ট নয়। দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে সঙ্গম করতে পারলেই তৃপ্ত হন সঙ্গিনী। কিন্তু অতিরিক্ত মদ্যপান করলে অবশ্যই কমে যেতে পারে সেই বীর্যধারণ ক্ষমতা। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়, প্রিম্যাচিওর ইজেকুলেশন। এ অবশ্য নতুন বিষয় নয়। বহু পুরুষই নিত্য ভোগেন এই সমস্যায়। কিন্তু সমীক্ষা বলছে, পুরুষদের মধ্যে উত্তরোত্তর এই সমস্যা বাড়ার কারণ মদ্যপান। এমনিতে মদ্যপানের জেরে আরও অনেক ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। তবে যৌনক্ষমতা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে মদ্যপানের ভূমিকা রয়েছে যথেষ্টই, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয় সম্পর্কে আরও নিশ্চিত হতে, এক বিশেষ পরীক্ষা চালানো হয়েছিল প্রায় ৭৮ জন পুরুষের মধ্যে। সবার বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে। আর সকলেরই কমবেশি মদ্যপানের অভ্যাস রয়েছে। বেশ কয়েকদিন ধরে তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। তারপর বেশ কিছু প্রশ্ন করে রিপোর্ট তৈরি করেন গবেষকরা। আর সেখানেই দেখা যায়, ৭৭% পুরুষ নানা যৌন সমস্যায় ভুগছেন। কারও ক্ষেত্রে যৌনইচ্ছা কমেছে, আবার কেউ কেউ অল্পেই হাঁপিয়ে উঠছেন। তবে ৪৪% পুরুষের মধ্যেই দেখা গিয়েছে প্রিম্যাচিওর ইজেকুলেশনের সমস্যা। এমনকি ওই পুরুষদের মধ্যে ৪৮% কিছুতেই চরম তৃপ্তি পাচ্ছেন না বলেই দাবি করেছেন। এমনিতে এই অর্গাজম নিয়ে অভিযোগ শোনা যায় মহিলাদের থেকেই। তবে মদ্যপানের জেরে পুরুষরাও এই সমস্যায় ভুগছেন। বলা বাহুল্য, যিনি নিজে তৃপ্ত হচ্ছেন না, তিনি সঙ্গীকে আর কীভাবে যৌনতৃপ্তি দেবেন! সেকথা মেনে নিয়ে, তাঁরা নিজেরাই বলেছেন দীর্ঘদিন ধরে তাঁদের যৌনজীবন সমস্যায় ভরপুর হয়ে রয়েছে।
আরও শুনুন: যৌনতায় জোয়ার আনে ‘হরর ফিল্ম’, এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয় সঙ্গমের ইচ্ছা
এমন ফলাফল দেখে রীতিমতো অবাক হয়েছেন গবেষকরাও। স্রেফ মদ্যপানের জেরেই এমন পরিণতি হচ্ছে এত সংখ্যক পুরুষের, এমনটাই মনে করেছেন তাঁরা। তাই অবিলম্বে ওই দলে থাকা সকলকেই মদ ছাড়ার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে এই রিপোর্ট প্রকাশ করে অন্য পুরুষদেরও সতর্ক করেছেন। বিশেষত যাঁদের নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে, তাঁরা এখনই নিজেদের না বদলালে যৌনজীবনে ব্যাঘাত ঘটতে বাধ্য। এমনকি আরও বহু রোগের কারণ হয়ে উঠতে পারে এই মদ্যপান। আর সিনেমার মতো রোমাঞ্চকর যৌনতার স্বাদ পেতে কেউ যদি মদ্যপান করেন, তাহলেও আখেরে নিজেরই ক্ষতি করবেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।