নানা ঝড়ঝাপটা সামলে চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁর নতুন ছবি ‘পাঠান’ ঘিরে কৌতুহলের শেষ নেই দর্শকের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শাহরুখের নয়া লুক। এবারে ছবির সহ-পরিচালককে নিজের হাতে লেখা চিঠি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কী লিখেছেন সেই চিঠিতে শাহরুখ? আসুন শুনে নিই।
সব জায়গাতেই তিনি ব্যাতিক্রমী। আর সেটাই তাঁকে করে তুলেছে বলিউডের বেতাজ বাদশা। যাঁর অভিনয়ে মুগ্ধ আসমুদ্রহিমাচল।প্রায় চার বছর পরে পর্দায় ফিরতে চলেছেন সেই শাহরুখ খান। মাঝখানে সময়টা ভাল যায়নি তাঁর। ছেলে আরিয়ান খানকে নিয়ে কম ঝড় সহ্য করতে হয়নি কিং খানকে। কিন্তু এত কিছুর পরেও দিনের শেষে তিনি শাহরুখ খান। তাই সমস্ত পরিস্থিতিকেই তিনি সামলান নিজের ক্যারিশমায়, নিজের স্টাইলে।
আরও শুনুন: বারবার মোবাইল নম্বর বদলে ফেলেন অজয় দেবগণ, কেন জানেন?
আগামী বছর মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। নতুন লুকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন এসআরকে। কিছু দিন আগে নিজেই ফেসবুকে প্রকাশ করেছিলেন সেই ছবি। এবার সামনে এসেছে শাহরুখ খানের নিজের হাতে লেখা একটি চিঠি। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পাঠান ছবিটির সহ-পরিচালক অভিষেক অনিল তিওয়াড়িকে উদ্দেশ করে সেই চিঠিটি লিখেছেন শাহরুখ। ছবির কর্মকর্তারাই সেই আবেগঘন চিঠিটি পোস্ট করেছেন, যেটি পরে ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিষেক নিজেও। শাহরুখের মতো একজন প্রথম সারির অভিনেতা চিঠি লিখছেন তাঁর মতো একজন সহ-পরিচালক, এ ব্যাপারটি যত না অবাক করেছে অভিষেককে, তার চেয়েও বেশি আপ্লুত করেছে তাঁকে। যে কাগজে শাহরুখ চিঠিটি লিখেছেন, তাতে আবার জ্বলজ্বল করছে মার্কিন অভিনেতা আল প্যাকিনোর নাম।
ভাবছেন তো চিঠিতে কী লিখলেন কিং খান? চিঠিতে অভিষেকের প্রশংসায় একফোঁটাও খামতি রাখেননি শাহরুখ। ‘পাঠান’ ছবিটি বানানোর জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। অভিষেককে চিঠিতে শাহরুখ লেখেন, ” ‘পাঠান’ আমাদের সকলের জন্যই দারুণ একটা অভিজ্ঞতা। তুমি একজন দারুণ মানুষ। পরিশ্রমী তো বটেই, তার পাশাপাশি সমস্ত কঠিন পরিস্থিতি তুমি যেভাবে হাসি মুখে সামলাতে পারো, তা প্রশংসনীয়। আর সবচেয়ে বড় কথা, তোমার কাজটাকে তুমি ভালোবাসো। সিনেমার জগতে অনেক বড় হও -এই কামনাই করি।” চিঠি শেষে অভিষেককে ভালবাসা জানিয়ে সইও করেছেন কিং খান।
শাহরুখের এই চিঠি ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বরাবরই মিষ্টি ব্যবহার, বুদ্ধিদীপ্ত অথচ বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য বিখ্যাত শাহরুখ। নিজেদের ভক্তদের ক্ষেত্রেও সেটা বজায় রাখার চেষ্টা করেন তিনি।
আরও শুনুন: নগ্ন হয়ে স্টেজে দৌড় থেকে সঞ্চালকের গায়ে ছাই দেওয়া – অস্কারের মঞ্চের আজব ঘটনা
শাহরুখের এই চিঠির প্রশংসা করেছেন নেটজেনরা। কেউ বা আবার ঠাট্টা করে বলেছেন, শাহরুখের হাতের লেখা নাকি একেবারে ডাক্তারদের মতো। একজন ডাক্তারই এই হাতের লেখা উদ্ধার করতে পারবেন।
‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকেও। এই ছবিটির জন্য প্রচুর খেটেছেন কিং খান। বদলে ফেলেছেন চেহারা। বানিয়ে ফেলেছেন সিক্স প্যাকও। স্বভাবতই ছবিটি ঘিরে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। নিজেই দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, শাহরুখকে থামানো গেলেও, পাঠান-কে কী করে থামাবেন? তা শাহরুখ খান যে অদম্য, তা কে না জানে বলুন!