এমন কিছু জিনিস আছে যা সঙ্গে রাখা মানে ভাগ্যকে হাতের মুঠোয় রাখা। একে আমরা বলি ‘লাকি চার্ম’। সত্যিই কী লাকি চার্ম বদলে দিতে পারে আপনার ভাগ্য?
কথায় বলে ভাগ্য আর চেষ্টা এই দুইয়ে মিলে ফল পাওয়া যায়। ভাগ্য যদি সহায় থাকে অনেক কাজ সহজে হয়ে যায়, আর ভাগ্য যদি বিরূপ হয়, অনেক হওয়া কাজও হাত ফসকে বেরিয়ে যায়। আমরা যতই পরিশ্রম করি না কেন ভাগ্যের সঙ্গ পাওয়াটা খুব জরুরি। এই ভাগ্যকে জয় করার বা সহায় করার চেষ্টা আমাদের সবার মধ্যেই থাকে। আমার ভাগ্যে কী আছে জানতে আমরা জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিই। এমন আরও অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ভাগ্যের চাকা ঘোরাতে চেষ্টা করি। পামিস্ট্রি, জন্মছক বিচার, ট্যারো কার্ড তো আছেই, এছাড়াও আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। একেই বলে লাকি চার্ম। ঋগ্বেদের মত প্রাচীন শাস্ত্রেও বলা হয়েছে, আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমাদের রাশি অনুযায়ী সঙ্গে রাখলে খারাপ সময় ধারেকাছে ঘেঁষতে পারবে না।
আরও শুনুন – ‘মানিকমামা’-র ছবিতে গান গেয়ে পারিশ্রমিক নিতেন না কিশোর কুমার
এমন লাকিচার্ম সঙ্গে রাখেন রুপোলি পর্দার নায়ক নায়িকারাও। ভাগ্য যাঁদের হাতের মুঠোয় বলে আমরা জানি, তাঁদের হাতেও থাকে লাকি চার্ম। আমাদের স্বপ্নের নায়ক নায়িকাদের ভাল করে দেখলে বুঝতে পারবেন কোনটা তাঁদের লাকিচার্ম।
আরও শুনুন – Rajinikanth: কেন তাঁর আসল নাম বদলে ফেলতে হয়েছিল জানেন?
ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেনশা, বিগ বি অমিতাভ বচ্চনের ডান হাতের মধ্যমায় জ্বলজ্বল করে একটা নীলা। দেখেছেন? এটাই না কি তাঁর দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দরজার চাবিকাঠি। অমিতাভ বচ্চনের প্রোডাকশন হাউস এবিসিএল মুখ থুবড়ে পড়ার পর দিশাহারা হয়ে গিয়েছিলেন। ধার দেনায় ডুবে গিয়েছিলেন। এই সময় পারিবারিক জ্যোতিষীর পরামর্শে ধারণ করেছিলেন নীলা। অবিশ্বাস্য মনে হলেও রাতারাতি ঘুরেছিল ভাগ্যের চাকা। তারপর থেকে আর দুর্ভাগ্য ছায়া ফেলতে পারেনি তাঁর জীবনে।
সল্লু মিঞা মানে ভাইজান সলমনের হাতে রয়েছে একটা রুপোর ব্রেসলেট যার মাঝখানে টারকোয়াইজ রংয়ের সেমিপ্রেসিয়াশ স্টোন। এটাই ওঁর লাকি চার্ম। ছবিতেও ওঁর হাতে এই ব্রেসলেট দেখা গেছে। যে আউটফিটই তিনি পরুন না কেন, ওয়েস্টার্ন বা এথনিক বেমানান হলেও ব্রেসলেট তিনি হাত থেকে খোলেন না।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।