তিনি বলিউডের ‘ফার্স্ট লেডি’। স্বয়ং বলি-বাদশা শাহরুখ খানের স্ত্রী। তবে, গৌরী খান কিন্তু এই পরিচয়েই আটকে নেই। তিনি একজন সফল ব্যবসায়ীও। শাহরুখের সম্পত্তির কথা যদি বাদও দেওয়া যায়, শুধু গৌরীর সম্পত্তির পরিমাণও কিন্তু আকাশছোঁয়া। অঙ্কটা কি আন্দাজ করা যায়? আসুন শুনে নেওয়া যাক।
শাহরুখ-পত্নী গৌরী খানকে নাকি নোটিশ পাঠিয়েছে ইডি। ৩০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ছড়িয়েছিল এমনই খবর। তাই নিয়ে চলে বিস্তর জল্পনা। তবে, শেষমেশ জানা যায়, এরকম কোনও নোটিশ নাকি ইডি পাঠায়ইনি। গোটা ঘটনাই ভুয়ো। অতএব সে প্রসঙ্গ থাক। তবে, একজন সফল ব্যবসায়ী হিসাবে গৌরী খান কিন্তু রীতিমতো চমকে দিয়েছেন। শাহরুখকে বাদ দিয়ে, শুধু তাঁর একার সম্পত্তির পরিমাণ শুনলেও তাই অবাকই হতে হয়।
আরও শুনুন: শাহরুখের ‘ডাঙ্কি’র পোস্টারে প্যালেস্টাইনকে সমর্থন! নেটদুনিয়ায় চর্চা, সত্যিটা কী?
সকলেই জানেন, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহ-মালকিন তিনি। ২০০২ সালে শাহরুখ-গৌরী শুরু করেন তাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থা। সেই ব্যানারে প্রথম ছবি ছিল ফারহা খানের ‘ম্যায় হুঁ না’। দারুণ সাফল্য পেয়েছিল সে-ছবি। তার পর থেকে যাত্রাপথে চড়াই-উতরাই যে আসেনি, এমনটা বলা যায় না। তবে সাম্প্রতিক ‘জওয়ান’ ছবি তো রেকর্ড ব্যবসা করেছে। এই সংস্থারই বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা। সংস্থার অধীনেই আছে দেশের সবথেকে বড় এবং দামি ভিএফএক্স স্টুডিও। এরকম বড় প্রযোজনা সংস্থা যাঁর অধীনে, তাঁর সম্পত্তির পরিমাণ সহজেই অনুমান করা যায়।
আরও শুনুন: অভিনয় করতে হবে যৌনদৃশ্যে, নার্ভাস অভিনেত্রী, সাহস দিলেন স্বামী
তার উপর গৌরী নিজে একজন তুখড় ইন্টিরিয়র ডিজাইনার। মুম্বইয়ের জুহু-তে আছে তাঁর নিজস্ব স্টোর ‘গৌরী খান ডিজাইনস্’। তারও দাম প্রায় ১৫০ কোটি টাকা। আর দেশ-বিদেশের তাবড় সেলিব্রিটিদের হয়ে কাজ করেন গৌরী। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। মুকেশ আম্বানির ‘আন্টিলা’র বার-লাউঞ্জ তাঁরই ডিজাইন করা। অতএব বোঝাই যাচ্ছে, ডিজাইনার হিসাবেও চূড়ান্ত সফল তিনি। স্বাভাবিক ভাবেই ব্যবসা যত ফুলেফেঁপে উঠেছে, ততই বেড়েছে সম্পত্তির পরিমাণ। বলিপাড়ার স্টার কাপলদের মধ্যে, সম্পত্তির নিরিখে তাই শাহরুখ-গৌরীর নামই আসে প্রথমে। এমনকী যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য ও রানির থেকেও তাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ বেশি।
আরও শুনুন: কিং খান নিজেই থাকেন মন্নতে, অথচ মন্নত-এর এই প্রথম শাহরুখ-দর্শন…ব্যাপারটা কী?
বান্দ্রায় শাহরুখ গৌরীর প্রাসাদ মন্নত-এর কথা জানেন না এমন কেউ প্রায় নেই। প্রায় ২০০ কোটির সম্পত্তির মালিকানা তাঁদের দুজনের নামেই। দুবাইয়ে দুজনের নামে আছে এক বিলাসবহুল ভিলা। এছাড়া শৌখিন গাড়ির তো ইয়ত্তা নেই। এছাড়া ব্যান্ড এন্ডোর্সমেন্ট তো আছেই। অর্থাৎ শাহরুখ গৌরীর যৌথ সম্পত্তিও যেমন আকাশছোঁয়া, তেমন গৌরীর একার সম্পত্তিও কম নয়। জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহরুখ-গৌরীর মোট সম্পত্তি ভারতীয় মুদ্রায় প্রায় ৮০৯৬ কোটি টাকার। তাঁর মধ্যে গৌরীর একক সম্পত্তি প্রায় ১৬০০ কোটির। শাহরুখের পত্নী হিসাবে নয়, নিজের মেধার জোরেই ব্যবসা বাড়িয়েছেন গৌরী। শাহরুখ যেমন তাঁর অভিনয় দিয়ে হয়ে উঠেছেন ‘বদাশা’, গৌরীর সাফল্যও কিন্তু কম। গোটা বিশ্বের মহিলা ব্যবসায়ীদের তালিকায় তাই উজ্জ্বল হয়ে আছে তাঁর নামও।