বছরের হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করছেন শাহরুখ খান। নেটদুনিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে তাঁর ‘ডাঙ্কি’র গান। তবে, সদ্য অন্য একটি চর্চাও জমে উঠল এই ছবিকে ঘিরে। নেটদুনিয়ায় অনেকেই বলতে শুরু করেছন যে, ছবির একটি বিশেষ পোস্টারে প্যালেস্টাইনকে সমর্থন জানানো হয়েছে। সত্যিই কি তাই? আসুন শুনে নেওয়া যাক।
‘পাঠান’, ‘জওয়ান’ রেকর্ড করেছে বক্সঅফিসে। এবার পালা ‘ডাঙ্কি’র। শাহরুখ ভক্তরা হিটের হ্যাটট্রিকের অপেক্ষায় দিন গুনছেন। ডাঙ্কির ট্রেলার থেকে শুরু করে গান নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। আর তার সঙ্গেই জুড়ে গেল প্যালেস্টাইন-ইজরায়েল প্রসঙ্গ।
আরও শুনুন: অভিনয় করতে হবে যৌনদৃশ্যে, নার্ভাস অভিনেত্রী, সাহস দিলেন স্বামী
এমনিতে ইঙ্গিত মিলেছে যে, এ ছবির অন্দরে উঠে আসবে অভিবাসী সমস্যা। রাজকুমার হিরানি স্বভাবসিদ্ধ রসিকতার ঢঙেই তুলে ধরেন সমসময়ের সিরিয়াস ইস্যু। সেই নিরিখেই অনেকে মনে করছেন যে, এ ছবিতে উঠে এসেছে প্যালেস্টাইনের প্রসঙ্গ। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে প্যালেস্টান-ইজরায়েল যুদ্ধ অন্যতম চর্চার বিষয়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘ডাঙ্কি’র সঙ্গেও কৌশলে সেই প্রসঙ্গ জুড়ে দিয়েছেন পরিচালক। জল্পনার সূত্রপাত একটি পোস্টারকে কেন্দ্র করে। সম্প্রতি তা পোস্ট করেছিলেন খোদ শাহরুখ গান। ছবির একটি গান প্রকাশ উপলক্ষেই এই পোস্টারের অবতারণা। যেখানে বলিউডের বাদশা তো আছেন, আছেন এই ছবির নায়িকা তাপসি পান্নু। নেপথ্যে আছেন অনেক মানুষ। তবে এই পোস্টারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল নানা দেশের বেশ কয়েকটি জাতীয় পতাকার প্রদর্শন। অনেক পতাকার মধ্যে দেখা যাচ্ছে সবুজ-কালো-লাল-সাদা রঙের একটি জাতীয় পতাকা। যার সঙ্গে প্যালেস্টাইনের জাতীয় পতাকার বেশ সাদৃশ্য দেখা যায়। ফলত নেটিজেনরা মনে করেন যে, প্যালেস্টাইনের পতাকা দেখিয়েই সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে এই ছবির বিষয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। শুধু অনুমানেই অবশ্য ক্ষান্ত থাকেননি তাঁরা। ছবিতে প্যালেস্টাইনকে সমর্থনের বিষয়েও কেউ কেউ নিশ্চিত হয়েছেন। কেউ আবার এই কৌশলী পদক্ষেপের জন্য শাহরুখ ও ছবির নির্মাতাদের অভিনন্দনও জানিয়েছেন।
আরও শুনুন: নায়িকা ছিলেন মধুবালা, দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা কোনটি জানেন?
কিন্তু সত্যিই কি তাই হয়েছে? দেখা যাচ্ছে, রঙের সাদৃশ্য থাকলেও আসলে এই পতাকা প্যালেস্টাইনের নয়। বরং, তা ‘ইউনাইটেড আরব এমরিটেস’ বা সংযুক্ত আরব আমিরশাহীর। দুই দশকের পতাকা দেখতে অনেকটা একই রকম। কিন্তু রঙের বিন্যাস ও ডিজাইনে অনেকটাই পার্থক্য আছে। নেটিজেনরা তাই এ পতাকাকে প্যালেস্টাইনের বলে ভুল করেছিলেন। বরং কানাডা, ইউকে-র পতাকার পাশাপাশি ইউএই-র পতাকা থাকাই সঙ্গত। কেননা ছবির বিষয় এই অঞ্চলের অভিবাসন নিয়েই। তাই প্যালেস্টাইনের সঙ্গে ছবির যোগ বা সমর্থন আছে বলে যে জল্পনা চলছে, তা সত্যি নয় বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। ২১ ডিসেম্বর এ ছবির মুক্তি। অর্থাৎ আর মাত্র কটা দিনেরই অপেক্ষা। অভিবাসন সমস্যাকে ঠিক কীভাবে দেখিয়েছেন পরিচালক তা বোঝা যাবেই। সেই সঙ্গে আদৌ প্যালেস্টাইঙ্কে সমর্থন করা হয়েছে কিনা তা-ও খোলসা হয়ে যাবে। তবে, পোস্টারে প্যালেস্টাইনের পতাকা যে রাখা হয়নি সে বিষয়ে এখন নিশ্চিত সিনেদুনিয়া।