‘ডনকো পাকড়না মুশকিল হ্যায়’। তবে তার চেয়েও মুশকিলের কাজ অজয় দেবগণকে ফোনে পাওয়া। কেন জানেন? আসল কারণটা কী এর পিছনে? শুনে নিন।
বলিউডের অন্যতম অ্যাকশন হিরো তিনি। হাতের পাঞ্জা সামনে বাড়ালেই লোকে বুঝে যায় ‘সিংঘম’ হাজির। তবে সেই অজয় দেবগণ নাকি অনেকটা সেই ‘গেছোদাদা’র মতোই। মানে ধরুন, আজ যে নম্বরে ফোন করে আপনি তাঁর সঙ্গে কথা বললেন, কাল দেখলেন সেই নম্বরখানার অস্তিত্ব নেই। মাসখানেক বাদে আবার বহু কষ্টে সেই নম্বর জোগার করে ফোন করলেন বটে, ততদিনে দেখলেন সেই নম্বরটিও পাল্টে ফেলেছেন অজয়। মোদ্দা কথা অজয় দেবগণের সঙ্গে যোগাযাগ রাখাটা বেশ কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, ডনকে ধরার থেকেও।
এমন ভাবেই ঘনঘন মোবাইল নম্বর পাল্টে ফেলতে পছন্দ করেন বলিউডের ‘সিঙ্ঘম’। কেন? সেই গল্পই বলব আজ আপনাদের।
আরও শুনুন: নগ্ন হয়ে স্টেজে দৌড় থেকে সঞ্চালকের গায়ে ছাই দেওয়া – অস্কারের মঞ্চের আজব ঘটনা
ঐশ্বর্য্য রাই, অক্ষয় কুমার কিংবা করিনা কপূরের মতো বহু তারকাই এক মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পছন্দ করেন। তবে অজয় দেবগন সেই দলে পড়ে না। কিছু দিন ছাড়া ছাড়াই নিজের নম্বর পাল্টে ফেলেন অজয়। বলিউডের সকলেই জানেন, অজয় দেবগন খুব বেশি অনুষ্ঠান, পার্টি এসবে যেতে পছন্দ করেন না। নিজের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বচ্ছন্দ তিনি। কিন্তু আজকাল তারকাদের উপরে সবসময়েই চোখে চোখে রাখে সংবাদমাধ্যম ও পাপরাৎজিরা। তাঁদেরকে দূরে রাখতেই ঘন ঘন মোবাইল নম্বর বদলে ফেলেন অজয়।
আরও শুনুন: শুধু আমির নন, অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন শাহরুখও, কেন জানেন?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অজয় জানান, তিনি নাকি মোবাইলে কথা বলতে একেবারেই পছন্দ করেন না। আসলে তিনি ভীষণই অন্তর্মুখী। অকারণে কথা বলা ব্যাপারটাই পছন্দ না জনপ্রিয় এই শিল্পীর। তবে শুটিংয়ের ফাঁকে লোকজনের পিছনে লাগতে দিব্য ওস্তাদ তিনি। সেই কথা জানিয়েছেন তাঁর কোস্টাররাই। বলিউডে ‘প্র্যাঙ্কস্টার’ বলেও খ্যাতি রয়েছে তাঁর। ‘রেনকোট’ সিনেমার সেটে একবার নাকি পরিচালক ঋতুপর্ণ ঘোষকেও কাঁদিয়ে ছেড়েছিলেন অজয়। তবে দুষ্টুমি ছাড়া বিশেষ কথাবার্তা বলতে পছন্দ করেন না তিনি। বরং নিজেকে ভাল শ্রোতা বলেই দাবি করেন।
অজয়ের মতোই মিডিয়ার হাত থেকে বাঁচটে প্রায়শই ফোন নম্বর পাল্টে ফেলতে দেখা যায় প্রিয়ঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্টার মতো তারকাদেরও। তবে এ বিষয়ে অজয়কে মাত দেওয়া কঠিন। তাঁর মতো ঘন ঘন মোবাইল নম্বর বদলে ফেলার রেকর্ড বলিউডে অন্তত কারওর নেই।