মন্দারমণিতে চালানো যাবে না বুলডোজার। শতাধিক ‘বেআইনি’ রিসর্ট ভাঙায় নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর। হাসি ফুটল হোটেল ব্যবসায়ীদের মুখে। কসবা শুটআউট কান্ডে নয়া মোড়। ধৃতদের ফোন ঘেঁটে মিলল একাধিক মহিলার নম্বর। দিল্লিতে দূষণের মাত্রা ৫০০ ছুঁল, প্রধানমন্ত্রীকে তোপ অতিশীর। রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ভাবনা, কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আপ সরকার। ফের অগ্নিগর্ভ মণিপুর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির ১৪৪টি ‘বেআইনি’ রিসর্ট। হোটেল ভাঙা নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, কোনওরকম বুলডোজার চালানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “বুলডোজার কোনও সমাধানের পথ নয়।” জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে মোট ১৪৪টি নির্মাণ ভেঙে ফেলার নোটিস জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। উপকূলবিধি না মেনেই সিআরজেড এলাকার মধ্যে হোটেলগুলি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। তাই হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশিকা জারি হয়। কিন্তু এ বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কোনও আধিকারিক, এমনকী, মুখ্যসচিবও কিছু জানতেন না। তাঁদের সঙ্গে আলোচনা বা পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতেই রীতিমতো ক্ষুব্ধ মমতা। তাঁর নির্দেশে আপাতত আটকে গেল হোটেল ভাঙার কাজ। হাসি ফুটল হোটেল ব্যবসায়ীদের মুখে। তবে বিষয়টি নিয়ে হোটেল মালিকদের সঙ্গে দ্রুত বৈঠকে বসবেন মুখ্যসচিব।
2. কসবা শুটআউটে নারী-যোগের অনুমান পুলিশের। ধৃতদের মোবাইল ফোন ঘেঁটে একাধিক মহিলার ফোন নম্বর এবং তাঁদের সঙ্গে কথোপকথনের বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। প্রশ্ন ওঠে, সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের নেপথ্যে এই মহিলারা জড়িত? এর তদন্তে সমনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কুখ্যাত গুন্ডাদের দল সহকর্মীদের নম্বর সেভ করত মহিলাদের নামে, যাতে কথাবার্তা বললে অথবা হোয়াটসঅ্যাপ চ্যাট করলে প্রাথমিকভাবে কোনও মহিলার সঙ্গে ব্যক্তিগত চ্যাট বলে মনে করা হয় এবং এর আড়ালে যে কোনও কুকর্ম চলছে, সেই সন্দেহ এড়ানো যায়। কিন্তু কসবায় গুলি করে কাউন্সিলরকে খুনের চেষ্টার পর পাপ্পু-গ্যাং সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করেছে পুলিশ। আর তাদের এই কৌশল দেখে বিস্মিত দুঁদে পুলিশকর্তারা। মনে করা হচ্ছে, এভাবে মহিলাদের ‘শিখণ্ডী’ খাঁড়া করে তারা বহুদিন ধরেই দুষ্কর্ম হাসিল করেছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।