বয়স মাত্র ৮। শরীরের গঠনও রোগা রোগাই। সেই কিনা তুলেছে ৭০ কেজি ওজন। বলাই বাহুল্য, এমন অসাধ্য সাধন করে রাতারাতি রেকর্ড গড়েছে এই খুদে। যার দরুন রেকর্ডের খাতায় নামও উঠেছে তার। আসুন শুনে নেওয়া যাক।
বলা হয়, নিজের ওজনের থেকেও কয়েকগুণ ভার বইতে পারে পিঁপড়ে। তাই পিঁপড়ের মতো পরিশ্রমীর জুড়ি মেলা ভার। কিন্তু কোনও মানুষ এমনটা করছে শুনেছেন? তাও আবার মাত্র ৮ বছর বয়সে! শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি, এমনটাই করে দেখিয়েছে ওইটুকু বয়সের এক খুদে।
আরও শুনুন: বিয়ের পর শ্বশুরবাড়িই ঠিকানা পাত্রের, কোথায় রয়েছে ‘ঘরজামাই’দের গ্রাম?
কথা বলছি, আর্শিয়া গোস্বামী সম্পর্কে। দেখতে একরত্তি হলে কি হবে, সে যা করেছে তা অনেকেরই ভাবনার বাইরে। এমনিতে ভরত্তোলন যারা করেন তাঁরা নিজেদের ওজনের থেকে বেশি ওজনই তোলেন। কিন্তু তা সাধারণত নিজের ওজনের দ্বিগুণ হয় না। তিনগুণ তো নয়ই। আর এই অসম্ভবটাই সম্ভব করে দেখিয়েছে আর্শিয়া। ৮ বছরের খুদের ওজন খুব বেশি হলে ২৫ কিলো। সেই কিনা তুলেছে ৭০ কেজি ভার। সম্প্রতি এই ঘটনার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছে খুদে আর্শিয়া ৭০ কেজি ওজন তুলছে। ভরত্তোলন করার সময় যেমন সাজ পোশাক হয়, খুদেও একেবারে সেই ভাবেই সেজেছে। কোমরে মোটা বেল্ট বাঁধা। পাছে ভারি ওজন তুলতে গিয়ে কোনও চোট না লাগে। সেইভাবেই খানিক প্রস্তুতি নিয়ে ৭০ কেজি ভার তুলে নিল আর্শিয়া। চোখ মুখের ভাবেও তেমন কষ্ট বা বিরক্তি নেই। অনেক সময় ভরত্তোলন করার পরে দেখা যায়, খেলোয়াড়রা রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েন। কেউ কেউ কোনওক্রমে ভারি ডাম্বল মাটিতে ফেলেই ধরাশায়ী হন। বেশি ওজন তুললে এমনটাই স্বাভাবিক। কিন্তু আর্শিয়া এসবের কিছুই করেনি। বরং পরিমিত ভঙ্গীতে ৭০ কেজি ওজন তুলে তা রেখে দিল। তারপর স্বাভাবিক ভাবেই পাশে এগিয়ে গেল। যেন এমন কোনও মহান কাজ সে করেনি। সবটা খুব স্বাভাবিক।
আরও শুনুন: এক কাপ চায়ে ভারত-দর্শন বিল গেটসের, ‘বিল কত হল?’ প্রশ্ন ফুড ডেলিভারি সংস্থার
বলাই বাহুল্য, নেটদুনিয়া এই ঘটনাকে মোটেও স্বাভাবিক নজরে দেখেনি। বরং আর্শিয়ার এই কাণ্ড দেখে রীতিমতো অবাকই হয়েছেন সকলে। কেউ কেউ প্রাণভরে আশীর্বাদ করেছেন খুদেকে। অনেকেই বলেছেন, ভবিষ্যতে ভরত্তোলনে দেশের নাম উজ্জ্বল করবে আর্শিয়া। অনেকে খানিক হিসাব কষে বলেছেন ভবিষ্যতে আর্শিয়া কত কিলো ওজন তুলতে পারবে! তাঁদের দাবি, আর্শিয়া যদি ৭০ কিলো ওজনের গ্রুপ থেকে অংশ নেয়, তাহলে অনায়াসে ২১০ কেজি ওজন তুলবে সে। যা নিঃসন্দেহে রেকর্ড গড়ার মতোই ব্যাপার। যদিও এই মূহুর্তে রেকর্ডের খাতায় নাম তুলে নিয়েছেন আর্শিয়াও। নিজের ওজনের থেকে কয়েকগুণ ওজনের ভার তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। যদিও এই প্রথম নয়। ভরত্তোলনে আগেও অনেক অবাক করা কান্ড ঘটিয়েছে আর্শিয়া। তাই আগামীদিনেও একইভাবে সবাইকে অবাক করবে এই খুদে, এমনই আশা নেটদুনিয়ার একাংশের।
View this post on Instagram