পেগাসাস ইস্যু নিয়ে রাজ্যে বসছে তদন্ত কমিশন। কেন্দ্রে মমতার সরকার চেয়ে টুইটারে ট্রেন্ডিং নতুন হ্যাশট্যাগ। কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর চালিয়ে সংসদে পৌঁছলেন রাহুল গান্ধী। জাতীয় স্তরে তৃণমূল-বাম সম্পর্কের সমীকরণে নয়া মোড়। মীরাবাই চানুর রুপো বদলে যেতে পারে সোনায়। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন :
আরও শুনুন: 25 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতার নিন্দায় কংগ্রেস
আরও শুনুন: 24 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – Tokyo Olympic-এ দেশের প্রথম পদক জয়, রুপো জিতলেন Mirabai Chanu
বিস্তারিত খবর :
1. পেগাসাস ইস্যু নিয়ে রাজ্যে তদন্ত কমিশন তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত দুই বিচারপতি– মদন বি লোকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যর নেতৃত্বে তৈরি হচ্ছে তদন্ত কমিশন। এই ইস্যুতে প্রথম এই পদক্ষেপ নিল কোনও রাজ্য। রাজ্যে কোন কোন ভিআইপি, সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল, তার তদন্ত হবে এই দুই বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে।
ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নজরদারি নিয়ে সম্প্রতি উত্তাল জাতীয় রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শোরগোল উঠতেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি নিজের ফোন দেখিয়ে জানান, সুরক্ষার জন্য ফোনের ক্যামেরা টেপ দিয়ে আটকে রেখেছেন। সংসদেও এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য রণকৌশল ঠিক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মত, চারদিনের দিল্লি সফরে যাওয়ার আগে এই তদন্ত কমিশন গঠন করে আসলে কেন্দ্রের উপরেই চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।
2. তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ আলোচনার টেবিলে বসতে চলেছেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। সফরে ঠাসা কর্মসূচি থাকলেও মোদি-মমতা বৈঠকেই সবচেয়ে বেশি নজর রাজনৈতিক মহলের।
তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হওয়ায় দলনেত্রীর সংসদে অবাধ যাতায়াতের রাস্তা খুলে গিয়েছে। কাল সংসদে উপস্থিত হয়ে অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হতে পারে বিজেপি-বিরোধী জোট নিয়ে। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা কৃষক নেতা রাকেশ টিকায়েতেরও। ২৮ ও ২৯ তারিখ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সংসদীয় কমিটি, অবিজেপি দলগুলির সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনায় বসার কথা তৃণমূল নেত্রীর।
এদিকে মমতার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং নতুন পোস্টার ও হ্যাশট্যাগ। বিজেপির স্লোগানকে কটাক্ষ করে পোস্টারে ঘাসফুল শিবিরের নতুন স্লোগান, “আব কি বার দিদি সরকার।” সঙ্গে লেখা, “নেহি চাহিয়ে ফেকু সরকার”। পোস্টারটি ভাইরাল করা হয়েছে #AbkiBaarDidiSarkar এবং #BengalModel হ্যাশট্যাগের সঙ্গে।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।