শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল। জেলায়-জেলায় দিনভর দমকা হাওয়া-বৃষ্টি। রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার। জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। দুর্যোগের মাঝেও ভোটপ্রচারে মমতা। বাতিল অভিষেক, সুকান্ত, শুভেন্দুর কর্মসূচি। রাজকোট অগ্নিকাণ্ডে জনস্বার্থ মামলা। দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু ৭ শিশুর। কাশ্মীর নিয়ে বড় ঘোষণা শাহর। ব্রিটেনে ভোটপর্ব শুরুর আগেই সরে দাঁড়ালেন ৭৮ সাংসদ।
হেডলাইন:
আরও শুনুন: 24 মে 2024: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, ২৬ মে দিনভর বৃষ্টির পূর্বাভাস
বিস্তারিত খবর:
1. শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘রেমাল’। শেষ পাওয়া খবর অনুযায়ী, সাগরদ্বীপের আরও কাছে রেমাল। যা রবিবার রাতেই স্থলভাগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিলোমিটার। এদিন সকাল থেকে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দিনভর একইরকম থাকবে আবহাওয়া। জানা যাচ্ছে, এই দুদিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ঝড়বৃষ্টির পরিমাণ কমে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। তবে ঝড় নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে একাধিক সতর্কতাও দিয়েছেন তিনি। রেমাল নিয়ে জরুরিু বৈঠকে প্রধানমন্ত্রী মোদিও। এদিকে, রেমাল আতঙ্কে আগেভাগেই ট্রেন ও ফেরি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আংশিক বন্ধ করা হয় মেট্রো পরিষেবাও। এবার পিছিয়ে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা।
2. রেমাল দুর্যোগ মাথায় নিয়েও নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোনারপুরে রোড শো বাতিল হলেও জোড়া জনসভা করেছেন মমতা। সেখান থেকে যাদবপুরের বিদায়ী সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করতে শোনা গেল তৃণমূল নেত্রীকে। একইসঙ্গে এই কেন্দ্রে প্রার্থীবদলের ব্যাখ্যা দিলেন। তাঁর কথায়, “এখানে খুব শক্ত কাউকে দরকার। ঝগড়া করতে হবে, মানুষের দাবি আদায় করে নিতে হবে।” সেক্ষেত্রে সায়নী ঘোষ সংগঠনের যুবনেত্রী। মাঠে নেমে কাজ করা থেকে জনসংযোগ, সবেতেই দাপুটে বলে পরিচিত। তাই যাদবপুর এলাকার ভূমিকন্যাকেই তাঁর লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ঠিক করে দিয়েছেন দলনেত্রী। এদিকে, রেমাল ভয়ে বাতিল অভিষেক, সুকান্ত, শুভেন্দুর কর্মসূচি। এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে রোড শো ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তা বাতিল করা হয়েছে। মথুরাপুরে জনসভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালি সভা করার কথা ছিল সুকান্ত মজুমদারের। দুই বিজেপি নেতার সভাই বাতিল করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।