৫৫০ সন্তানের বাবা একজনই। তবে কোনও রূপকথার গল্পে নয়। একেবারে বাস্তবের মাটিতেই ঘটেছে এই ঘটনা। একজন ব্যক্তির ঔরসেই জন্ম হয়েছে এতগুলি শিশুর। যদিও নতুন করে আর কোনও শিশুর জন্ম দিতে পারবেন না তিনি। একেবারে আদালতের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু সত্যিই কি এতগুলি শিশুর জন্ম দেওয়া একজনের পক্ষে সম্ভব? আসুন শুনে নিই।
ধৃতরাষ্ট্রের ১০০টি সন্তান ছিল। অন্যান্য পৌরাণিক গল্পেও এমন ঘটনার উল্লেখ মেলে। কিন্তু বাস্তবে কি তা আদৌ সম্ভব? তাও যদি একজন যুবকই ৫৫০ জন শিশুর জন্মদাতা! শুনতে অবাক লাগলেও সত্যি। নেদারল্যান্ডসের এক ব্যক্তি ঘটিয়েছেন এমন অদ্ভুত কাণ্ড।
আরও শুনুন: সঙ্গম-দৃশ্যে হাজির ৯০০ বার, পড়েছেন মৃত্যুর মুখেও! অভিজ্ঞতার ঝাঁপি খুললেন পর্ন-তারকা
বছর ৪১-র জোনাথন জ্যাকব। ইতিমধ্যেই তাঁর ঔরসে জন্ম হয়েছে ৫৫০টি শিশুর। তবে তিনি যে অনেক মহিলার সঙ্গে মিলিত হয়েছেন তা কিন্তু নয়। আসলে তাঁর শুক্রাণু ব্যবহার করে জন্ম হয়েছে এই এতগুলি শিশুর। ঠিকই ধরেছেন, জোনাথন একজন পেশাদার স্পার্ম ডোনার। কিন্তু সম্প্রতি তাঁকে সেই কাজ করা থেকে বিরত থাকা নির্দেশ দিয়েছে আদালত। যদি কোনওভাবে ফের স্পার্ম ডোনেট করেন, তাহলে গুনতে হবে ৯০ লক্ষ টাকা জরিমানা। তবে এই শাস্তির কারণ যদিও তাঁর নিজের দোষেই। এমনিতে স্পার্ম ডোনেশন আইনসিদ্ধ হলেও তার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনও ব্যক্তি সর্বোচ্চ ১২ জন মহিলাকে স্পার্ম ডোনেট করতে পারেন। কিংবা একজনের ঔরসে ২৫টি শিশুর জন্ম হতে পারে। কিন্তু সেই নিয়মের একেবারেই ধার ধারেননি জোনাথন। সে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্লিনিকে গিয়ে স্পার্ম ডোনেট করতেন তিনি। সরকারি নিয়ম ফাঁকি দেওয়ার জন্য কোথাও গিয়েই সঠিক তথ্য জমা দিতেন না। ফলে কেউ বুঝতেও পারত না তিনি এর আগে কতবার স্পার্ম ডোনেট করেছেন। প্রায় ১০ বছর ধরে এই কাজ করে আসছেন জোনাথন। যার ফলে বর্তমানে তাঁর সন্তানের সংখ্যা ৫৫০-রও বেশি। তবে ঠিক কতজন শিশুর জন্ম তাঁর শুক্রাণু থেকে হয়েছে সে হিসেব জোনাথনের নিজের কাছেও নেই।
আরও শুনুন: হাতে শ্যাম্পেন, স্নানঘরে খুলে ফেলছেন পরনের তোয়ালে, ভিডিও শেয়ার করে ঝড় তুললেন অভিনেত্রী
সম্প্রতি তাঁর এই চালাকি ধরে ফেলেন এক মহিলা। তিনিই জোনাথনের নামে আদালতে মামলা করেন। তাঁর সন্তানও ওই একইভাবে জন্মগ্রহণ করেছে। শুধু তিনি একাই নন, ওই একই দাবি নিয়ে আরও অনেক যুগল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের সকলেরই সন্তান জোনাথানের শুক্রাণু-র ফলে পৃথিবীর আলো দেখেছে। তাই তাঁরাও চান জোনাথনের ঔরসে আর নতুন কোনও শিশুর যেন জন্ম না হয়। এমনিতেই এই কাজ আইনবিরুদ্ধ, তারওপর জোনাথনের বিরুদ্ধে এতজন অভিযোগ জানিয়েছেন, সব মিলিয়ে তাঁকে রীতিমতো কড়া নির্দেশ দিয়েছে আদালত। নতুন কারও বাবা হতে গেলেই তাঁকে গুনতে হবে মোটা টাকা জরিমানা। তবে কোনও অসহায় সন্তানহীন দম্পতি যদি নিজে থেকে জোনাথনের শুক্রাণু ব্যবহার করতে চান, তাহলে তা করার জন্য অনুমতি দিয়েছে আদালত। তবে জোনাথান নিজে আর কাউকে শুক্রাণু দিতে পারবে না, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে।