পেগাসাস কাণ্ডে তোলপাড় দেশ। আড়ি পাতা হত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও।ভবানীপুরের কোভিড টিকাকেন্দ্রে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখলেন পরিস্থিতি। নয়া চেহারায় অব্যাহত কৃষক আন্দোলন। সংসদ ভবনের সামনে রোজ বিক্ষোভে ২০০ কৃষক।
হেডলাইন:
পেগাসাস কাণ্ডে তোলপাড় দেশ। আড়ি পাতা হত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও। যদিও অভিযোগ অস্বীকার কেন্দ্রের।
চেনা ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের কোভিড টিকাকেন্দ্রে হাজির আচমকাই। খতিয়ে দেখলেন পরিস্থিতি।
লক্ষ্য ত্রিপুরার নির্বাচন। বাংলার স্ট্র্যাটেজি মেনেই এগোচ্ছে তৃণমূল। ঘুঁটি সাজাচ্ছেন পিকে। আগস্টে ত্রিপুরা সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
ফের শিশু পাচারের অভিযোগ। বাঁকুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে উঠল অভিযোগ। গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল-সহ ৫।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের। সংঘর্ষে উত্তপ্ত সুকিয়া স্ট্রিট।
নয়া চেহারায় অব্যাহত কৃষক আন্দোলন। সংসদ ভবনের সামনে রোজ বিক্ষোভে ২০০ কৃষক। বাদল অধিবেশনে সরকারকে চাপে রাখতে পরিকল্পনা কৃষকদের।
ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। রাতভর সেনা-জঙ্গি গুলিযুদ্ধে নিকেশ লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার। খতম আরও এক সন্ত্রাসবাদী।
করোনা আবহে মালদ্বীপেই হবে এএফসি কাপের গ্রুপ পর্ব। মাঠে নামছে এটিকে মোহনবাগান। মুখিয়ে ক্রীড়াপ্রেমীরা।
আরও শুনুন: 18 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর– বাড়ছে ATM মারফত লেনদেনের খরচ
আরও শুনুন: 17 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – রাজ্যে শুরু উপনির্বাচনের প্রস্তুতি
বিস্তারিত খবর:
1.পেগাসাস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। অভিযোগ, বিরোধী নেতা থেকে বিচারপতি, ভোটকুশলী থেকে সাংবাদিক- আড়ি পাতা হয়েছে সকলের ফোনে। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় রয়েছে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। অর্থাৎ অভিষেকের কাছে কার ফোন আসত, কার সঙ্গে তিনি কী কথা বলতেন, সবকিছুর উপরই চলত নজরদারি। অভিযোগ, রেহাই পাননি ভোটকুশলী প্রশান্ত কিশোরও । তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যম ‘The Wire’।
যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, ভোটকুশলী প্রশান্ত কিশোর একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরপর পাঁচবার মোবাইল বদল করেছি। তার পরেও হ্যাকিং বন্ধ হয়নি।” তবে তিনি আরও জানিয়েছেন, “বাংলার ভোটের আগে থেকে যদিও এই আড়ি পাতা শুরু হয়ে থাকে। তাহলে এটা স্পষ্ট যে নির্বাচন প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়ছে না।”
‘দ্য ওয়্যার’ নামে সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনেও জানানো হয়েছে, দেশের একাধিক সাংবাদিক, বিরোধী নেতা-নেত্রী, ব্যবসায়ীদের ফোনে এই সফটওয়্যারের মাধ্যমে আড়ি পাতা হয়েছে। যদিও কেন্দ্রের সাফাই, এই ধরনের কোনও হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। ফোনে আড়ি পাতা নিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনও ভিত্তি নেই। সরকারের তরফে আরও বলা হয়েছে, ভারত একটি মজবুত গণতান্ত্রিক দেশ। এখানে সব নাগরিকের গোপনীয়তা রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হয়। এই প্রতিশ্রুতি বজায় রাখতে ২০১৯-এ পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আনা হয়েছে। ২০২১-এ আনা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন, যাতে প্রত্যেকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। যদিও বিষয়টি নিয়ে জল যে বহুদূর গড়াবে তার আঁচ মিলছে।
অন্যান্য খবর বিস্তারিত শুনে নিন ক্লিক করে।