লোকসভা ভোটের মুখে বাড়িতে CBI তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার। নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল নেত্রীর। খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। দেবের নির্দেশেই খুন, বিস্ফোরক দাবি হিরণের। কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সরব ইন্ডিয়া জোট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে মামলা কেরল সরকারের। কলকাতাকে জিতিয়েও বিসিসিআই-এর শাস্তির মুখে হর্ষিত রানা।
হেডলাইন:
আরও শুনুন: 23 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- রাশিয়ার জঙ্গিহানায় মৃত বেড়ে ১৫০, পাশে থাকার বার্তা ভারতের
আরও শুনুন: 22 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- কেজরির গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ মমতার, কমিশনে ইন্ডিয়া জোট
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের মুখে বাড়িতে সিবিআই তল্লাশিতে সরব মহুয়া মৈত্র। নির্বাচনী বিধি জারির পর কীভাবে পদক্ষেপ, এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এই নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। নেত্রীর দাবি, সিবিআই তল্লাশির জেরে ভোটপ্রচার ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, ভোটের মুখে সিবিআই তল্লাশি জনমানসে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও দাবি মহুয়ার। কমিশনকে তাঁর আর্জি লোকসভা ভোটের মুখে সিবিআই কীভাবে পদক্ষেপ করবে, সে সম্পর্কিত গাইডলাইন প্রকাশ করা হোক। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি জারির পর সিবিআই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে যাতে গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ করতে না পারে সিবিআই, সে সম্পর্কিত গাইডলাইনও প্রকাশ করতে হবে কমিশনকে। একইসঙ্গে সিবিআইয়ের গতিবিধি সম্পর্কিত আর কোনও জরুরি গাইডলাইন প্রকাশ করতে হলে, তাও যেন কমিশন জারি করে, সেই আর্জি জানান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। এদিকে, সিবিআই তল্লাশি নিয়ে শুরু জোর রাজনৈতিক তরজা। দুর্নীতির অভিযোগ করায় বিজেপি মহুয়াকে টার্গেট করেছে বলেই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি জানান, মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করা হলেও তিনি জেল থেকে লড়বেন এবং জিতবেন।
2. খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূলের তারকা প্রার্থী দেবকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর লোকাল থানার পপরআড়া গ্রাম পঞ্চায়েতের বারবাসি এলাকার বাসিন্দা শান্তনু ঘোড়াই সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। শনিবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দাবি ওঠে শান্তনুকে খুন করা হয়েছে। রবিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই মৃতের মায়ের সামনে হিরণের দাবি, দেবের নির্দেশেই খুন করা হয়েছে শান্তনুকে। খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন হিরণ। এলাকাবাসীকে পুলিশের বিরুদ্ধে হাতে লাঠি তুলে নেওয়ার নিদানও দেন হিরণ। আগামী মঙ্গলবার কলকাতা হাই কোর্টে যাবেন বলেও জানান তিনি। তবে ইতিমধ্যেই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ঘটনার অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু। তবে দেবের বিরুদ্ধে খুনের দায় চাপানোর পালটা জবাব দিয়েছে তৃণমূলও। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “এই খুনের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।” সবমিলিয়ে এই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।