গ্যারেজে সার দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। তার মধ্যে একটি গাড়ি হঠাৎ চলতে শুরু করল, অথচ চালক নেই। মুহূর্তের মধ্যে তা সজোরে ধাক্কা দিল সামনের দুটি গড়িকে। এমন দৃশ্য দেখে যে কারও মনে হতে পারে, ব্যাপারটি ভূতুড়ে। কিন্তু শেষমেশ চালকের আসনে পুলিশ যাকে আবিষ্কার করল, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ। কে ছিল সেখানে? আসুন শুনে নেওয়া যাক।
গাড়ির ভিতর পোষ্য কুকুরকে রেখে কেনাকাটা সারতে গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে গাড়ির অবস্থা দেখে তাঁর তো মাথায় হাত। কেননা ইতিমধ্যেই তাঁর গাড়ি ধাক্কা দিয়েছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অন্য দুটি গাড়িকে। ঘটনাস্থলে চলে এসেছে পুলিশ। সবাই মিলে একটু খোঁজখবর করে দেখলেন, না এটা কোনও ভূতুড়ে কাণ্ডই নয়। চালকের আসনে মালিক না থাকলেও, বসে আছে তাঁরই পোষ্য কুকুর।
আরও শুনুন: কষ্ট করতে পারলেই পুণ্য! গুজরাটের মন্দিরে হাতির মূর্তির পায়ের ফাঁকে আটকাল যুবক
ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাস শহরে। জানা গিয়েছে, গ্যারেজে গাড়ি রেখে সেখানকার একটি শপিং মলে ঢুকেছিলেন এক ব্যক্তি। যাওয়ার সময় চালকের আসনে বসিয়ে রেখে যান পোষ্য কুকুরটিকে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও মালিক ফিরে না আসায় অস্থির হয়ে পড়ে কুকুরটি। সিটের উপরেই দাপাদাপি শুরু করে দেয় প্রাণীটি। আর তাতেই ঘটে বিপত্তি। গাড়ির ইমারজেন্সি ব্রেক ছিঁড়ে গিয়ে গাড়িটি আচমকা চলতে শুরু করে। অবলা প্রাণীটি কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সজোরে ধাক্কা দেয় সামনে দাঁড়িয়ে থাকা অন্য দুটি গাড়িকে। আওয়াজ শুনে তক্ষুনি ছুটে আসে পুলিশ। আর ঠিক তখনই ঘটনাস্থলে এসে হাজির হন গাড়িটির মালিকও। প্রথমে কিছু বুঝতে না পেরে, কে গাড়ি চালিয়েছে সে ব্যাপারেই খোঁজখবর করতে শুরু করেন। আর তখনই দেখা যায় এই ‘চালক’ কুকুরকে।
ঘটনাটির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন টেক্সাস পুলিশের অধিকর্তারা। সেখানেই বিস্তারিত ভাবে এমন অঘটনের কারণ ব্যাখ্যা করেছেন তাঁরা। পুলিশ জানাচ্ছে, ঘটনার একটু আগেই গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনি জানিয়েছেন চালকের আসনে কুকুরটিকেই বসে থাকতে দেখেন তিনি। আর পোষ্যটি যে বন্ধ গাড়ির ভিতর বসে থেকে বেশ ভয় পেয়ে গিয়েছিল এমনটাই মনে হয়েছিল তার। অর্থাৎ নেহাত শখের বশে এ কাণ্ড ঘটায়নি কুকুরটি। বরং ভীত-সন্ত্রস্ত হয়েই তার এই কাণ্ডকারখানা। যাঁরা গাড়িতে পোষ্যকে রেখে কেনাকাটায় বেরোন, তাঁরা যে ভুলই করেন, এ ঘটনা যেন সে কথাই বুঝিয়ে দিছে।