তিন রাজ্যে নিরঙ্কুশ জয়। হার শুধু তেলেঙ্গানায়। কংগ্রেসের সান্ত্বনা পুরস্কার বলতে ওই একটি রাজ্যই। বিজয় ভাষণে অবশ্য প্রধানমন্ত্রীকে কথা বলতে শোনা গিয়েছিল তেলুগু ভাষায়। কী বলেছিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
ম্যাজিক দেখিয়েছে ‘মোদির গ্যারান্টি’। খোদ প্রধানমন্ত্রীর দেওয়া গ্যারান্টিতে ভরসা রেখেছেন মানুষ। ফলাফল স্পষ্ট। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সব হিসাব বদলে দিয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। হাতছাড়া হয়েছ শুধু তেলেঙ্গানা (Telengana)। তবে, বিজয় ভাষণ দেওয়ার সময় কিন্তু তাঁদের কথা ভোলেননি নরেন্দ্র মোদি (PM Modi )। একেবারে তেলুগু ভাষাতেই তাঁদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। আর সেখানেও ফিরে এসেছে উন্নয়নের প্রসঙ্গই।
আরও শুনুন: তিন রাজ্যে গেরুয়া ঝড়, মোদির নেতৃত্বের প্রশংসা বিদেশের সংবাদমাধ্যমেও
মোদির বিজয়-ভাষণ জুড়ে ছিল উন্নয়ন এবং সুশাসনের কথা। প্রধানমন্ত্রী খুব স্পষ্ট ভাবেই জানিয়ে দেন, দেশের মানুষ উন্নয়ন চান। আর তাই শুধু ভোটে দেওয়া প্রতিশ্রুতি নয়। তা পূরণ হবে কি-না, সে বিষয়েও চান নিশ্চয়তা। বিজেপি সরকার নিজের কাজে সেই আস্থা অর্জন করেছে। দেশের চার শক্তির কথা উল্লেখ করেন তিনি। নারী, যুব, কৃষক এবং দরিদ্র শ্রেণি। জানান, এই চার জাতির উন্নতিতেই দেশের অগ্রগতি। এবং সে বিষয়ে বিজেপি সরকার সদা সচেষ্ট। আর তাই সকলেরই সমর্থন আছে বিজেপির প্রতি। তিন রাজ্যের ভোটের ফলাফলেই তা প্রমাণিত। তবে, তেলেঙ্গানায় তো জয় আসেনি। তাহলে কি সেই রাজ্যের মানুষ বঞ্চিত হবে মোদির গ্যারান্টি থেকে? প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে, দেশের উন্নতি হলেই আলাদা রাজ্যগুলোর উন্নতি। আর এক্ষেত্রে তাঁর নীতি হল, দলের থেকে বড় হল দেশ। তাই তেলেঙ্গানার বাসিন্দাদের উদ্দেশে তেলেগু ভাষাতেই বিশেষ বার্তা দেন তিনি। বলেন, ভারতীয় জনতা পার্টি তেলেঙ্গানার উন্নয়নের জন্য কাজ করা থেকে বিরত হবে না। ভোটের ফলাফলের দরুন তেলেঙ্গানার সঙ্গে সরকারের সম্পর্কের কোনও অবনতি হবে না।
উত্তরের রাজনীতিতে যে ব্র্যান্ড মোদির- আধিপত্য অটুট, তিন রাজ্যের গেরুয়া ঝড়ে তা স্পষ্ট। তবে দক্ষিণের রাজনীতি কথা বলছে ভিন্ন সুরে। তবে, প্রধানমন্ত্রী যে দলের ঊর্ধে উঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, সে বার্তাও এই একটি কথাতেই বুঝিয়ে দিয়েছেন তিনি। তিন রাজ্যের জয়ে চব্বিশে হ্যাটট্রিকের সুর বাঁধা হয়ে গেল মত তাঁর। আর তাই বিজয় মঞ্চ থেকেই চব্বিশের বার্তাও কৌশলে ছড়িয়ে দিলেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।