অতিবৃষ্টিতে বানভাসি একাধিক জেলা। আশঙ্কার মাঝেই রাজ্যজুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। পরিস্থিতি মোকাবিলায় নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর। লাগাতার বর্ষণের পর মেঘভাঙা বৃষ্টিতে আরও বিপর্যস্ত সিকিম। গাড়ি ভেসে গিয়ে নিখোঁজ ২৩ জওয়ান। লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মোদি সরকারের। উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম কমল আরও। মোট ৩০০ টাকা ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের। এশিয়ান গেমস থেকে ফের সোনা নীরজের। তিরন্দাজিতেও সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারতীয় হকি দল।
হেডলাইন:
আরও শুনুন: 03 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধরনারত ‘বঞ্চিত’রা প্রাপ্য পাবেনই, টাকা দেওয়ার বড় ঘোষণা অভিষেকের
আরও শুনুন: 02 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ‘বাংলার বকেয়া নিয়েই ফিরব’, দিল্লিতে দাঁড়িয়ে হুংকার অভিষেকের
বিস্তারিত খবর:
1. পুজোর আগে প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরের জেলাগুলি। ডিভিসি থেকে জল ছাড়ায় দক্ষিণের বহু জেলাও জলমগ্ন। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জলস্তর। এর মধ্যেই রাজ্যজুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। যার জেরে উত্তরবঙ্গে লাল সর্তকতা এবং দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা জারি রয়েছে। রয়েছে ফ্ল্যাশ ফ্লাড বা হড়পা বানের সম্ভাবনাও। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বুধবার একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের উচ্চপর্যায়ের বৈঠকে ফোন মারফত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করার জন্য। নবান্ন ও পর্যটন দপ্তরের অফিসে এই কন্ট্রোল রুম খুলছে। চালু হচ্ছে টোল ফ্রি নম্বরও। উপরন্তু সব জেলায় চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। ত্রাণ শিবিরে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীর ছুটি বাতিল করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে ফোন করে সিকিমের মুখ্যসচিব সেখানকার মেঘভাঙা বৃষ্টির খবর দেওয়ার পরই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। উত্তরের চার জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাংশ বিপর্যস্ত। দার্জিলিং জেলায় ৩টি, কালিম্পং জেলায় ৬টি, জলপাইগুড়ি জেলায় ১১টি এবং কোচবিহারে ৮টি ত্রাণ শিবির চালু হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ত্রাণ শিবির চালু করা হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2. লাগাতার প্রবল বৃষ্টির দোসর মেঘভাঙা বৃষ্টি। সব মিলিয়ে আরও বিপর্যস্ত সিকিম। লাচেন উপত্যকায় লোনাক লেক উপচে ভেসে গেল সেনা জওয়ানদের একটি গাড়ি। নিখোঁজ ২৩ জন জওয়ান। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, এ ছাড়া ভেসে গিয়েছে ৪১টি গাড়িও। জওয়ানদের নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সিকিমের চুংথাং ও মঙ্গনের মধ্যে যোগাযোগকারী সেতুটি ভেঙে যাওয়ায় গোটা এলাকা থেকে বিচ্ছিন্ন চুংথাং। তিস্তার জল অস্বাভাবিকভাবে বাড়তে থাকার দরুন উত্তর ও পূর্ব সিকিমে জারি হয়েছে লাল সতর্কতা। মালবাজারের মহকুমার গজলডোবায় তিস্তার একাধিক লকগেট খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকছে। গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৭০০০ কিউসেক জল ছাড়া হয়েছে, যা এই বছরে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ঘোর সংকটে উত্তরবঙ্গের একাধিক এলাকা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।