সাত পাক ঘোরা হয়নি। সিঁদুর, মঙ্গলসূত্র সবেতেই না। বিয়ের কোনও আচার নিয়মই মানা হয়নি। স্রেফ সংবিধানে হাত রেখেছিলেন দুজনে। আর তাতেই চিরকালের মতো এক সূত্রে বাঁধা পড়েছে চারহাত। কে করেছেন এমন কান্ড? আসুন শুনে নেওয়া যাক।
লোকসভা ভোটের মরশুমে সেলিব্রিটি তকমা পেয়েছিল সংবিধান! বিরোধী শিবিরের অনেকেই সংবিধানকে সামনে রেখে প্রচার সেরেছিলেন। ভোটে জিতে শপথগ্রহণের সময়ও হাতে সংবিধান রেখেছিলেন রাহুল গান্ধী। তবে সংবিধানে হাত রেখে বিয়ে করার ঘটনা আগে হয়নি বললেই চলে!
শীতকাল মানেই বিয়ের মরশুম। শুধু বাঙালি নয়, দেশের প্রায় সর্বত্রই শীতকালে বিয়ের চল রয়েছে। হিসাব বলছে, চলতি বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হতে চলেছে এই বিয়েকে কেন্দ্র করে। দিল্লি, মুম্বই, পুনে, আহমেদাবাদের মতো শহরে বিয়ের গড় খরচ কোটি ছুঁয়েছে। এমনি এমনি তো আর এত খরচ হবে না, তার জন্য ব্যবস্থাও হবে রাজকীয়। বর-বউয়ের এন্ট্রি থেকে অতিথি অ্যাপায়ন সবেতেই এলাহি ব্যাপার। খাওয়া-দাওয়ার কথা বলার অপেক্ষা রাখে না! কিন্তু কেউ যদি মনে করেন, এত খরচ করবেন না? তাই সই! সেই ব্যবস্থাও রয়েছে। রেজিস্ট্রি করলেই হল! কিন্তু না, ছত্তিসগড়ের ইমান ভেবেছিলেন স্রেফ রেজিস্ট্রি করে বিয়ে করবেন না। এদিকে এমন এলাহি খরচের সামর্থও তাঁর ছিল না। শুধু তাই নয়, বিয়ের নিয়মকানুন খুব একটা বিশ্বাসও করতেন না ইমান। তাই শপথ পাঠ করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। তাও আবার সংবিধানে হাত রেখে!
শুনতে অবাক লাগলেও এইভাবেই নিজের বিয়ে সেরেছেন ছত্তিসগড়ের কাপু গ্রামের এই যুবক। এমনিতে গ্রামের দিকে নিয়ম না মেনে বিয়ে খানিক বাঁকা চোখেই দেখা হয়। তবে সেসবে পাত্তা দেননি ইমান। নিজের ইচ্ছায় হবু বউকে নিয়ে সংবিধানে হাত রাখেন। সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন একে অন্যকে। ব্যাস, বিয়ে কমপ্লিট। কিন্তু এমন ভাবনা মাথায় এল কীভাবে? ইমানের সপাট উত্তর, এত খরচের সামর্থ তাঁর নেই। তাই বিয়েতে অতিরিক্ত খরচ না করার কথা আগেই ভেবেছিলেন। দুই পরিবারও সায় দেয়। তবে একেবারে সাদামাটা মানে স্রেফ সই করে বিয়ে করার ইচ্ছাও ছিল না। তাই সংবিধান আর আম্বেদকরের ছবি সামনে রেখে বিয়ের কথা ভাবেন তাঁরা। গ্রামের মানুষ তো বটেই, বিষয়টা নজর কেড়েছে আরও অনেকের। এভাবেও বিয়ে করা যায় তা ভেবেই অবাক হয়েছেন কেউ কেউ। সবমিলিয়ে বিষয়টা নিয়ে রীতিমতো চর্চা হয়েছে। তবে সবথেকে মজার বিষয়, এই সবকিছু যখন হচ্ছে তখন সংসদও উত্তাল! এই একই বিষয়ে, আম্বেদকর আর সংবিধান।