কেন্দ্রের বর্তমান জোট সরকারের মেয়াদ আর কতদিনের? তৃতীয় দফার মোদি সরকার নাকি বেশিদিন টিকবে না! এমনই বক্তব্য শিবসেনার সঞ্জয় রাউতের। কিন্তু হঠাৎ তাঁর মুখে কেন এ প্রসঙ্গ? আসুন শুনে নেওয়া যাক।
কেন্দ্রের বর্তমান জোট সরকারের আয়ু কতদিন? দেশের রাজনৈতিক মহলে এ নিয়ে চর্চা নতুন নয়। অন্য রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে যেদিন থেকে শুরু হয়েছে মোদি সরকারের নয়া পর্ব, সেদিন থেকেই এই আলোচনা ফিরে ফিরে আসে। তৃতীয় দফায় সরকার চালানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে একরকমের চ্যালেঞ্জ, এমন মতও প্রকাশ করে থাকেন রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। তবে, সেই সব সম্ভাবনার তত্ত্ব সরিয়ে রেখে এবার শিবসেনার সঞ্জয় রাউত বলেই ফেললেন যে, মোদি তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ পূরণ করতে পারবেন না। তাঁর রাজনৈতিক অনুমান নাকি এমনটাই।
দেশের রাজনীতির হালচাল তিনি যেমন বুঝছেন, তাতে দুটি বিষয়ে তাঁর সন্দেহ জাগছে। এক, কেন্দ্রের এই সরকার ২০২৬-এর পর আর টিকবে কি-না তা নিয়ে তিনি ঘোর সন্দিহান। একই সঙ্গে তাঁর মনে হচ্ছে যে, মোদিও তাঁর মেয়াদ পূরণ করতে পারবেন না। তবে, হঠাৎ তাঁর এই কেন্দ্রের ভবিষ্যৎ আঁচ করার চেষ্টা কেন? নেহাতই রাজনৈতিক বিরোধিতা, নাকি নেপথ্যে থেকে যাচ্ছে কোনও রাজনৈতিক অঙ্ক? এ প্রশ্নের উত্তরেই চলে আসে মহারাষ্টের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। সঞ্জয়ের মতে, কেন্দ্রের অবস্থান বদলালেই পালটে যাবে মহারাষ্ট্রের রাজনীতি। কিন্তু নিজেদের গড়-ই হাতছাড়া হয়েছে সঞ্জয়দের শিবসেনার। সেক্ষেত্রে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ কি কেন্দ্রের মুখাপেক্ষী হয়েই রইল? সঞ্জয় অবশ্য হারা-জেতার প্রশ্নে খানিক রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর বক্তব্য, জেতার মতো হারাও রাজনীতিরই অংশ। বালাসাহেব ঠাকরেকে উদ্ধৃত করে কর্মীদের চাঙ্গা হওয়ার টনিক-ও দিয়েছেন। বলেছেন, ঠাকরে মনে করতেন, যিনি ভয় করেন তিনি শিব-সৈনিক হতে পারেন না। ফলত, হার নিয়ে বাড়তি ভয় তিনি পাচ্ছেন না। এবং নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তাঁর বক্তব্য যে, জেতার থেকে হারের মুহূর্তই বেশি আসে। লড়াই চালিয়ে যেতে হয়।
তবে যতই তিনি ভয়হীন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করুন না কেন, দলের মধ্যে ভয় আছে, তা অস্বীকার করতে পারেননি। অনেকে দল ছাড়ার পরিকল্পনা নিয়েছেন, তা সামলাতে হচ্ছে সঞ্জয়কে। সেই প্রসঙ্গেই তাঁর বক্তব্য, যাঁরা দল ছাড়ার কথা ভাবছেন তাঁরা গ্রেপ্তারি কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হেনস্তার ভয় পাচ্ছেন। কিন্তু এই ভয়ে কাবু হবে না এমন রাজনৈতিক কর্মীই কাম্য জানিয়ে সঞ্জয় বলেছেন, কেন্দ্রের জোট সরকার একবার নড়বড়ে হয়ে গেলেই এই ভয় কেটে যাবে। সেই সূত্রেই তাঁর রাজনৈতিক অনুমান যে, জোটের সরকার বেশিদিন টিকবে না। মোদিও তাঁর মেয়াদ পূরণ করতে পারবেন না।
তাহলে নিজেদের ঘর গোছাতে গিয়ে অন্যের ঘর ভাঙার দিকেই কি তাকিয়ে থাকতে হচ্ছে না সঞ্জয়দের শিব সেনাকে? রাজনৈতিক মহলে সে প্রশ্ন যেমন ঝুলে থাকল, তেমনই সম্ভাবনায় ঝুলে থাকল মহারাষ্ট্রে সঞ্জয়দের ভবিষ্যৎও।