যাদবপুরে ছাত্রমৃত্যুর দায় বামদের। ঘটনায় জড়িত ‘মার্কসবাদী’রা, নিশানা মুখ্যমন্ত্রীর। শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং নিয়ে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ধৃত প্রাক্তনীর ঘর থেকে উদ্ধার পোশাক, পরীক্ষা করবে ফরেনসিক। কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও ‘ইন্ডিয়া’ জোট প্রসঙ্গ। ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান মমতার। দু’সপ্তাহের অশান্তির পর ছন্দে ফিরছে হরিয়ানার নুহ এলাকা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি দমনে সাফল্য সেনার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির। ফের জয়ের মুকুট লাল-হলুদের।
হেডলাইন:
আরও শুনুন: 12 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- সাড়ে চার বছরের শাপমুক্তি, মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ
বিস্তারিত খবর:
1. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় বামদের দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ‘মার্কসবাদী’রা জড়িত বলেই দাবি তাঁর। বেহালায় ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ কর্মসূচির মঞ্চ থেকে ওই ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে বামদের প্রতি কড়া তোপ দাগলেন মমতা।
গত ৯ আগস্ট রাতে ওই ছাত্রের মৃত্যুর পর ফোনে সদ্য সন্তানহারা বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেই কথোপকথন উল্লেখ করেই মমতার তোপ, “কারা এরা? মার্কসবাদী। বড় বড় কথা বলছে। কখনও বিজেপি, কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল ওদের এক নম্বর শত্রু।” এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার ৩ জন। এই পরিস্থিতিতে এবার শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তিনি বলেন, ইউজিসি-র তরফে অ্যান্টি-র্যাগিং কমিটির নির্দেশিকা থাকলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই। সেসব নির্দেশিকার যাতে কড়া হাতে বাস্তবায়ন করা হয়, সোমবার সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাই কোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।
2. র্যাগিংয়ের সময় জোর করে বিবস্ত্র করা হয়েছিল যাদবপুরের বাংলা বিভাগের মৃত ছাত্রকে। যাদবপুর মেন হস্টেলের একের পর এক ছাত্র ও কর্মীকে টানা জেরার ফলেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। হস্টেলের ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরির কাছ থেকে উদ্ধার হওয়া মৃত ছাত্রের গেঞ্জি ও হাফ প্যান্ট উদ্ধার হওয়ার পর এই ব্যাপারে আরও নিশ্চিত পুলিশ। ওই পোশাক ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পরীক্ষার জন্য পাঠাচ্ছে লালবাজার।
তদন্তে জানা গিয়েছে, গত বুধবার বাংলা বিভাগে প্রথম দফার র্যাগিং হয়, যেখানে মৃত ছাত্রকে এক সহপাঠিনীকে প্রেম নিবেদন করতে বলা হয়। তিনি সফল না হওয়ায় তাঁকে সমকামী বলেন বিভাগের কয়েকজন সিনিয়র। এরপর এই সমকামী তত্ত্ব নিয়েই র্যাগিং শুরু হয় হস্টেলে। অভিযোগ উঠেছে, একটি ঘরের মধ্যেই জোর করে খুলে নেওয়া হয় তাঁর যাবতীয় পোশাক। এমনকী, তাঁকে বিবস্ত্র করিয়ে দৌড়াতে বলা হয়। হস্টেলের নিরাপত্তারক্ষী এবং এক রাঁধুনির দাবি, হস্টেলে নতুন আসা জুনিয়র ছাত্ররা সৌরভ চৌধুরি ও তার অনুগামী ছাত্রদের র্যাগিংয়ের শিকার হতেন। কীভাবে নতুন ছাত্রদের উপর মানসিক ও কখনও শারীরিক নির্যাতন চালানো হত, সেই বর্ণনাও পুলিশকে দিয়েছেন তাঁরা। পুলিশ এ-ও জেনেছে যে, র্যাগিং চলাকালীন মোবাইলে ভিডিও করা হত। সৌরভ ও বাকিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল থেকে সেই ভিডিওগুলি উদ্ধার করার চেষ্টা করেন লালবাজারের গোয়েন্দারা। যদিও পুলিশের সন্দেহ, এই ছাত্রের মৃত্যুর ঘটনার পরই বিপদ আঁচ করে ছাত্ররা নিজেদের মোবাইল ও ল্যাপটপ থেকে মুছে ফেলে সেই ভিডিওগুলি। র্যাগিংয়ের সেই ভিডিওগুলি উদ্ধার করতে ফরেনসিকের সাহায্য নিচ্ছে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।