হেডলাইন:
- সাড়ে চার বছর পর শাপমুক্তি। যুবভারতীতে মরশুমের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। টানা আট ডার্বি জয়ের পর দৌড় থামল মোহনবাগানের।
- যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় নয়া মোড়। রাতভর জেরার পর ১০ দিনের পুলিশি হেফাজতে ধৃত প্রাক্তনী। আগামী ২২ আগস্ট ফের তোলা হবে আদালতে।
- নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে বিজেপিকে তুলোধোনা মমতার। ওড়ালেন ভোটহিংসার অভিযোগ। মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী, তোপ রাজ্যের মুখ্যমন্ত্রীর।
- ভোটহিংসা ইস্যুতে তৃণমূলের প্রতি সুর নরম অধীরের। বিজেপিশাসিত রাজ্যে হিংসা নিয়ে পালটা তোপ মোদিকে। মণিপুর নিয়ে দিলেন ‘বিস্ফোরক’ পরামর্শও।
- ‘ফেক নিউজ’ ছড়ালেই ৩ বছরের জেল। দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেই মিলবে কড়া শাস্তি। নয়া আইন আনছে কেন্দ্র সরকার।
- দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত আপ সরকার। সংসদে পাশ হওয়ার পর দিল্লি অর্ডিন্যান্স বিলে অনুমোদন রাষ্ট্রপতির। আইনের স্বীকৃতি মিলল বিতর্কিত বিলের।
আরও শুনুন:11 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন, পুলিশের জালে প্রাক্তনী
আরও শুনুন: 10 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- মণিপুরে অশান্তির দায় কংগ্রেসের, অনাস্থার জবাবে বিরোধীদের তোপ মোদির
বিস্তারিত খবর:
1. সাড়ে চার বছরেরও পর কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে নন্দকুমারের একমাত্র গোলে মোহনবাগানকে হারিয়ে দিল তারা। থেমে গেল মোহনবাগানের টানা আট ডার্বি জয়ের দৌড়।
মরশুমের প্রথম ডার্বি নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে ছিল উত্তেজনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছিল মোহনবাগান। বিশ্বকাপার জেসন কামিংস-সহ পূর্ণশক্তির দল নামিয়েছিল সবুজ মেরুন। কিন্তু গত তিন বছরে যে ভাবে বার বার লাল-হলুদের রক্ষণ ভেঙে ঢুকে যেতেন মোহনবাগানের ফুটবলারেরা, এ দিন সেটা হচ্ছিল না। বরং ইস্টবেঙ্গলের ডিফেন্স ছিল অনেক ছন্দবদ্ধ। পাশাপাশি বারবার আক্রমণে গিয়েছেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। গোলের লক্ষ্যে ৫৫ মিনিটের মাথায় জোড়া বদল আনেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। বুমোস এবং সাদিকুকে তুলে নামান অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোসকে। কিন্তু আনোয়ার আলির ভুল পাসে বল পেয়ে নন্দকুমারকে পাস দেন সাউল ক্রেসপো। বাঁ পায়ের বাঁকানো শটে মোহনবাগানের ডিফেন্ডারকে মাটি ধরিয়ে বল জালে জড়িয়ে দেন নন্দ। আর তাঁর পায়ে ভর করেই শেষ পর্যন্ত মরশুমের প্রথম ডার্বি জিতে নিল ইস্টবেঙ্গল।
2. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আগামী ২২ আগস্ট ফের আদালতে পেশ করা হবে তাকে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। ওই পড়ুয়ার বাবা অভিযোগের আঙুল তুলেছেন অঙ্ক বিভাগের প্রাক্তনী এবং মেস কমিটিতে থাকা সৌরভের দিকে। অভিযোগের পরই পুলিশ সৌরভ চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরায় একাধিক অসংগতি মেলে বলেই জানা গিয়েছে। রাতভর জেরার পর শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় সৌরভকে। তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। এদিকে এই ঘটনায় পুলিশের স্ক্যানারে স্বপ্নদীপের বেশ কয়েকজন রুমমেট। শনিবার আরও ১১ জনকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার নেপথ্যে কোন সত্য রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।