দুজনেই সঙ্গমে লিপ্ত। কিন্তু একজন তৃপ্ত হওয়ার আগেই অন্যজন পৌঁছে গিয়েছেন উত্তেজনার চরম মুহূর্তে। ফলে অন্যজনের কাছে তৃপ্তি থেকে যাচ্ছে অধরা। এর জেরে, যৌন জীবনের অবস্থা তথৈবচ। এদিকে চিকিৎসকের পরামর্শ নিতেও লজ্জা। এক্ষেত্রে কাজে আসতে পারে এই উপায়। সামান্য একটা জিনিস, যার প্রয়োগে ম্যাজিকের মতো হবে কাজ। ঠিক কী করতে হবে? আসুন শুনে নিই।
নিয়মিত যৌনতার অভ্যেস অনেকেরই রয়েছে। কিন্তু স্রেফ যৌনতায় লিপ্ত হলেই তো হল না, সঙ্গী ঠিকমতো তৃপ্ত হচ্ছেন কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। সেখানে গোলমাল হলেই মুশকিল। বর্তমানে অনেক বিবাহিত যুগলই যৌন জীবনের এই সমস্যায় ভুগছেন। সাম্প্রতিক কিছু সমীক্ষায় স্পষ্ট ধরা পড়েছে সেই ছবি।
আরও শুনুন: যেমন Breast তেমন Tax, প্রথার নামে দেশের মেয়েদের সইতে হত যৌন হেনস্তাও
অনেকেই মনে করছেন রোজকার কাজের চাপে এমনটা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের এও দাবি, খাওয়াদাওয়ার অভ্যেস প্রভাব ফেলছে রোজকার যৌনজীবনে। সঙ্গমে কিছুতেই তৃপ্ত হচ্ছেন না সঙ্গিনী। যৌনতায় মানসিক চাপ কমার বদলে, গ্রাস করছে হতাশা, মানসিক অবসাদ। অনেকের যৌনতার প্রতি আকর্ষণও কমে যাচ্ছে এইভাবে। একে তো রোজকার কাজের চাপ, তার ওপর যৌজীবনে এমন অতৃপ্তি! এই সমস্যা রীতিমতো ভাবাচ্ছে বর্তমান প্রজন্মের অধিকাংশ বিবাহিত যুগলকে। যদিও অনেকেই সমাধান খুঁজতে চিকিৎসকের কাছে ছুটছেন। আবার অনেকে লজ্জায় তেমনটা করতেও পারছেন না।
আরও শুনুন: Sexual Pandemic: এবার কি যৌন অতিমারী গ্রাস করবে বিশ্বকে?
তবে বাড়িতেই এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। আর সে উপায় মেলে আয়ুর্বেদে। এমন কিছু ভেষজ রয়েছে, যা ব্যবহার করলে যে কোনও যৌন সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তালিকায় প্রথমেই রয়েছে অশ্বগন্ধা। যে কোনও যৌন উদ্দীপক ওষুধে এই ভেষজ দেওয়া থাকে। এছাড়াও বিভিন সমস্যার সমাধান করতে পারে অশ্বগন্ধা। শরীরে বিভিন্ন মানসিক পরিবর্তনের জন্য দায়ী হরমোন। যার মধ্যে আড্রিনালিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। অশ্বগন্ধা মূলত এই আড্রিনালিনের ভারাসাম্য বজায় রাখতেই সাহায্য করে। যার ফলে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মানসিক চাপ কমিয়ে মন তরতাজা করতে এর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে যৌনউদ্দীপক হিসেবেও অশ্বগন্ধা খুবই জনপ্রিয়। যৌনাঙ্গের সমস্যাও মিটতে পারে এর প্রয়োগে। এছাড়া অশ্বগন্ধার ব্যবহার বাড়িয়ে দেয় যৌনচাহিদা। ফলে দীর্ঘক্ষণ টানটান থাকে যৌনাঙ্গ। যৌনতার সময় সঙ্গিনীকে তৃপ্ত করতে অশ্বগন্ধা ব্যবহার খুবই কার্যকর। মূলত অশ্বগন্ধার শিকড় থেকেই এই যোউনউদ্দীপক ওষুধ তৈরি হয়। তাই আয়ুর্বেদে নির্দেশিত উপায়ে এর নিয়মিত ব্যবহার করলে যৌন জীবনের যাবতীয় সমস্যা মিটতে বাধ্য। পাশাপাশি অশ্বগন্ধা শুক্রাণুর সংখ্যা বাড়াতেও সাহায্য করে। সন্তানহীনতার সমস্যায় ভোগা পুরুষদের এই বিশেষ ওষধি ব্যবহারের পরামর্শ দেয় আয়ুর্বেদ। আর অশ্বগন্ধার শিকড় যথেষ্ট সহজলভ্য। যে কোনও আয়ুর্বেদের দোকান থেকেই এই ওষধি সংগ্রহ করা যেতে পারে। তবে মাথায় রাখতে হবে পরিমাণের বিষয়ে। এর মাত্রাতিরিক্ত প্রয়োগে শরীরের নানা ক্ষতিও হতে পারে। তবে সঠিক নিয়ম মেনে অশ্বগন্ধা ব্যবহার করলে ফল মিলতে বাধ্য।