over-the-top, যাকে আমরা সবাই ওটিটি বলে চিনি, এই মুহূর্তে বিনোদনের সব থেকে ভালো মাধ্যমগুলির একটা। হাতে স্মার্টফোনে আছে মানেই চাইলেই আপনি আপনার পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ অনায়াসেই দেখতে পারবেন এই সব ওটিটির দৌলতে। আর এখন এই ওটিটি এতই জনপ্রিয় যে বড় বড় তারকারাও অভিনয় করছেন ওটিটির জন্য বানানো ছবি বা সিরিজে। তা জানেন কি, ওটিটি তে কাজ করার জন্য কোন অভিনেতা সব থেকে বেশি পারিশ্রমিক নেন?
এই মুহূর্তে বিনোদন জগতের সব থেকে সহজলভ্য মাধ্যম হিসেবে যদি কোনও কিছুকে বেছে নিতে বলা হয়, তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বেছে নেবেন। ওটিটি-র মূল কাজ হল আপনার রুচি অনুযায়ী আপনার পছন্দের টেলিভিশন ও ফিল্ম কন্টেন্টকে আপনার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। আর তাইতো ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওটিটির জন্য বানানো ছবি বা ওয়েব সিরিজের সংখ্যাও। যখন ওটিটি কনসেপ্ট প্রথম আসে , তথাকথিত স্টারদের সেভাবে দেখা যেত না এই ওটিটির মঞ্চে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত ওটিটির জনপ্রিয়তা বেড়েছে বিনোদুনিয়ার বড় বড় নামও আসতে শুরু করেছে ওটিটির মঞ্চে।
আরও শুনুন: প্রেম ভাঙতেই প্রেমিকাকে আঘাত! ঐশ্বর্যর গায়ে হাত তোলা নিয়ে কী বলেছিলেন সলমন?
শেষ কয়েক বছরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতে ওটিটির ভিউয়ারশিপ চড়চড় করে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে এই সব ওটিটিতে অভিনয় করা অভিনেতাঅভিনেত্রী দের কদরও। পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী, কে কে মেনন, রাধিকা আপ্তে , নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতা-অভিনেত্রীরা ওটিটির মঞ্চ মাতিয়ে রেখেছেন। বেশ কিছু অনামী মুখও কিন্তু এই ওটিটির দৌলতেই আজ মানুষের মনে পাকাপোক্ত জায়গা করে নিতে পেরেছে। তাঁদের অনেকেই এখন বড় ছবি করারও সুযোগ পাচ্ছেন। আমরা সবাই জানি বলিউডের বড় ছবি মানেই অভিনেতাঅভিনেত্রীরা বড় অঙ্কের পারিশ্রমিক পান। তবে, এখন ওটিটির অভিনেতা-অভিনেত্রীরাও বড় অংকের পারিশ্রমিকই পাচ্ছেন।
আরও শুনুন: সাধুবেশে অপরাধ ক্ষমাহীন, ধর্মের পথেই অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা মনোজের সিনেমায়
আসুন জেনে নিই, কোন কোন অভিনেতা-অভিনেত্রীরা কত টাকা পারিশ্রমিক নেন?
প্রথমেই বলি ওটিটি-র অন্যতম পরিচিত মুখ, দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর কথা। সূত্রের খবর, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-২-এ অভিনয়ের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পারিশ্রমিকের নিরিখে কিন্তু পিছিয়ে নেই রাধিকা আপতেও। স্যাক্রেড গেমস-এর দ্বিতীয় সিজনের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ওই ৪ কোটি টাকাই।
এরপর আসি এই সময়ের অন্যতম দক্ষ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায়। রাধিকা আপ্তের সঙ্গে ইনিও ছিলেন স্যাক্রেড গেমস-এর দ্বিতীয় সিজনে। আর সেখানে তাঁর পারিশ্রমিক ছিল ১০ কোটি টাকা। আর একজন তুখড় অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনের জন্য মনোজ বাজপেয়ীর পারিশ্রমিক ছিল ১০ কোটি টাকা। পঙ্কজ ত্রিপাঠি হলেন ওটিটি দুনিয়ার অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ। ওটিটি-র স্টার বলা যায় তাঁকে। তাঁর অভিনীত ‘মির্জাপুর ২’-এর জন্য প্রাপ্য পারিশ্রমিকের অঙ্ক ছিল ১০ কোটি টাকা এবং ‘স্যাক্রেড গেমস’-এর জন্য তিনি নিয়েছেন ১২ কোটি টাকা।
আরও শুনুন: সাহসের নাম ‘দ্য কেরালা স্টোরি’! ছবি দেখে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মডেলের
এরপরই যাঁর কথা বলবো তিনি বলিউড এর অন্যতম সফল হিরোদের একজন। সইফ আলি খান। সূত্রের খবর, স্যাক্রেড গেম্স্ সিজন ১ এর ৮টা এপিসোড অভিনয় করার জন্য তিনি নিয়েছেন ১৫ কোটি টাকা। আর পারিশ্রমিকের তালিকায় সবথেকে উপরে যিনি আছেন তাঁকে এককথায় সকলেই চেনেন। বলিউডের ‘সিংহাম’ অজয় দেবগন। ওটিটি ডেবিউ-এর জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চক্ষু ছানাবড়া হতেই পারে আপনার। ‘রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস’- এ অভিনয়ের জন্য ১২৫ কোটি টাকা নিয়েছেন তিনি।
অতএব বুঝতেই পারছেন, উপার্জনের নিরিখেও ওটিটি কিন্তু এখন বলিউডের বড় বাজেটের সঙ্গেও পাল্লা দিচ্ছে। আর সেখানে প্নগকজ-মনোজ-নওয়াজদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে আছেন অজয় দেবগন।